ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারত-অস্ট্রেলিয়া শেষ ওয়ানডে আজ

প্রকাশিত: ০৫:১৭, ১ অক্টোবর ২০১৭

ভারত-অস্ট্রেলিয়া শেষ ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ও অস্ট্রেলিয়ার শেষ ওয়ানডে আজ। দাপটের সঙ্গে টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করার পর চতুর্থ ম্যাচে হেরে যায় বিরাট কোহলির দল। অনেকে মনে করছেন, প্রতিপক্ষকে হাল্কাভাবে নেয়ার খেসারত দেয় স্বাগতিকরা। কারণ বাইরে থাকা সবাইকে পরখ করে নিতে এদিনও দলে একাধিক পরিবর্তন আনা হয়। কোহলি যদিও সেটি অস্বীকার করে জয় দিয়ে সিরিজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। অন্যদিকে সফরে প্রথম জয়ের পর উজ্জীবিত অতিথি সেনাপতি স্টিভেন স্মিথও। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও এ্যারন ফিঞ্চ ফর্মে ফেরায় খুশি তিনি। নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটায়। এই মাঠে দুটি সেঞ্চুরি আছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ক্যারিয়ারে ৬০০০ হাজার রানের মাইলস্টোনে পা রাখতে ওপেনার রোহিত শর্মার চাই ৯২। দুই তারকার দিকে তাই বিশেষ দৃষ্টি থাকবে। স্বাগতিকদের মানসিকতায় কোন বদল হচ্ছে না। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর ব্যাঙ্গালুরুতে দুই নিয়মিত পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে মোহম্মদ শামি ও উমেশ যাদবকে খেলানোর সিদ্ধান্ত সম্পর্কে বিরাট বলেন, ‘আমরা সিরিজ জিতে গেছি। তাই কোন এক সময় যারা খেলার সুযোগ পায়নি তাদেরও সুযোগ দিতে হতো। আমার মনে হয় উমেশ ভাল বল করেছে। শামিও ভাল করেছে। উমেশ চার উইকেট নিয়েছে।’ বিরাট আরও বলেছেন, কোন একটি পরিকল্পনা সফল না হলে অন্য পরিকল্পনা করার পক্ষপাতী তিনি। পরীক্ষা-নিরীক্ষা সফল না হলে সেটা নিয়ে হাহুতাশ করা তার স্বভাব নয়। চতুর্থ ওয়ানডেতে হারলেও এদিন অধিনায়ক হিসেবে দ্রুত ২০০০ রানের রেকর্ড গড়েন ভারতীয় ক্রিকেটের সুপার বয়। ২০০০ রান করতে তিনি সময় নিয়েছেন মাত্র ৩৬ ইনিংস। এর আগে এবি ডিভিলিয়ার্স অধিনায়ক হিসেবে ২০০০ রান করতে নিয়েছিলেন ৪১ ইনিংসে। আপাতত ১৯৭টি একদিনের ম্যাচ খেলে কোহলির মোট রান হয়ে গেছে ৮৭০৭। টানা তিন জয়ে সিরিজ নিশ্চতের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। কিন্তু চতুর্থ ম্যাচে হেরে ফের দ্বিতীয় স্থানে নেমে গেছে। আজ জিতলে আবার পুনরুদ্ধার হবে এক নম্বর জায়গা। ‘যদি দেশের মতো বিদেশেও সাফল্য পায় ভারতের বর্তমান ক্রিকেট দল, তাহলে সর্বকালের অন্যতম সেরা দল হয়ে উঠতেই পারে।’ Ñ এমন মন্তব্য করেছেন গ্রেট সুনীল গাভাস্কার। কোহলি বলেন, ‘এটা ভদ্রোচিত প্রশংসা। গাভাস্কারের কাছ থেকে এই প্রশংসা পেলে ভাল লাগে। কারণ তিনি দীর্ঘদিন ধরে অনেক ভারতীয় দলকে দেখেছেন। আমাদের দল দেশের অন্যতম সেরা হতে পারে বলে মন্তব্য করেছেন গাভাস্কার। তবে আমাদের এখনও অনেক দূর যেতে হবে। এই দলটা তরুণ। আমরা এখন দেশের মাটিতে খেলছি। বিদেশে অপরিচিত পরিবেশেও যদি আমরা এই ফর্ম ধরে রাখতে পারি, তাহলে আরও বেশি খুশি হব।’ আগের ম্যাচটা ছিল ওয়ার্নারের ক্যারিয়ারের শততম ওয়ানডে। বিশ্বের মাত্র অষ্টম ব্যাটসম্যান হিসেবে শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন তিনি। শেষটাও জয় দিয়ে করতে চান তুখোড় এই ওপেনার। ওয়ার্নার বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার কঠিন সময়েও আমার শেষ কয়েকটা ম্যাচে দলে খুব বেশি পরিবর্তন আনিনি। যা ইতিবাচক। আমরা জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে চাই।’ ওয়ানডে শেষে দু’দল তিন ম্যাচের টি২০তে মুখোমুখি হবে।
×