ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রকেটে চড়ে নিউইয়র্ক

প্রকাশিত: ০৩:৩০, ১ অক্টোবর ২০১৭

রকেটে চড়ে নিউইয়র্ক

লন্ডন থেকে রকেটে চড়ে নিউইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২৯ মিনিট। অস্ট্রেলিয়ার এডেলাইডে ইন্টারন্যাশনাল এ্যাস্ট্রনমিক্যাল কংগ্রেসে এ পরিকল্পনার কথা তুলে ধরেছেন ইলন মাস্ক। তিনি জানান, ২০২৪ সাল নাগাদ তিনি মঙ্গলগ্রহে মানুষ পাঠানো শুরু করতে চান। তার কোম্পানি স্পেস এক্স এজন্য মঙ্গল অভিযানের উপযোগী স্পেসশিপ তেরি করবে। ইলন মাস্ক তার মঙ্গল অভিযানের পরিকল্পনা প্রথম তুলে ধরেন গত বছর। বিবিসি ঝুলে ২৫ কিমি পথ অতিক্রম জার্মানিতে সম্প্রতি ৫৯ বছর বয়সী এক ব্যক্তি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিসম্পন্ন একটি ট্রেনের বাইরে ঝুলে ২৫ কিলোমিটার পথ অতিক্রম করেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ডুচে ভান জানান, বেলিফেল্ড হ্যানোভার এক্সপ্রেসে ছোট্ট একটি তাকে দাঁড়িয়ে দুই বগির সঙ্গে সংযুক্ত একটি প্লাস্টিক ধরে তিনি এ দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। তিনি ট্রেনের ভেতরে ব্যাগ রেখে বাইরে বের হলে ট্রেন ছেড়ে দেয়া হয়। তখন তিনি ট্রেনটিতে ঝুলেই তার গন্তব্যে রওনা দেন। বিবিসি
×