ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীন কুর্দিস্তানের পক্ষে গণভোট অবৈধ ॥ টিলারসন

প্রকাশিত: ০৩:২৬, ১ অক্টোবর ২০১৭

স্বাধীন কুর্দিস্তানের পক্ষে গণভোট অবৈধ ॥ টিলারসন

যুক্তরাষ্ট্র স্বাধীনতার জন্য আয়োজিত কুর্দীদের গণভোটকে অবৈধ ঘোষণা করছে। সোমবার ইরাকের কুর্দিস্তানে গণভোটটি অনুষ্ঠিত হয়। খবর ওয়াশিংটন পোস্ট ও এএফপির। গণভোটের পর এই প্রথম ওয়াশিংটন তার প্রতিক্রিয়া জানাল। গণভোটে প্রায় ৯৩ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের একতরফা গণভোটকে সমর্থন করে না। ভোট ও তার ফলাফলে বৈধতার ঘাটতি রয়েছে। আমরা একক, যুক্তরাষ্ট্রীয়, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ইরাকের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রেখেছি। তিনি উভয়পক্ষকে শক্তিপ্রয়োগের পথ প্রত্যাহার করে সংলাপে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করার কথা মনে করিয়ে দিয়ে বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। গণভোটের প্রেক্ষিতে ইরাকী সরকার কুর্দিস্তানে আন্তর্জাতিক সব ফ্লাইট নিষিদ্ধ করেছে। বিমানবন্দরটি কুর্দিস্তান রিজিওনাল গবর্নমেন্ট পরিচালনা করত। এদিকে ইরাকী বাহিনী আধা-স্বায়ত্তশাসিত এলাকাটির সীমান্ত নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত রয়েছে। গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাগদাদ আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ করে প্রথম পদক্ষেপ নিল। পাশাপাশি তারা কুর্দিস্তানের সঙ্গে ইরাকের সীমান্ত বন্ধ করার ও তেল-সমৃদ্ধ শহর কিরকুকের কাছে সৈন্য পাঠানোর হুমকি দেয়। ইরাকী এক উর্ধতন কর্মকর্তা জানিয়েছেন, ইরাকী সেনারা ইরান ও তুর্কী সীমান্তে ব্যাপক হামলা চালাচ্ছে। তারা কুর্দী কর্তৃপক্ষের কাছ থেকে যাতায়াতের পথ নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রস্তুত রয়েছে। বিষয়টি তদারক করতে এ সপ্তাহেই ইরাকী সেনাপ্রধান ইরান ও তুরস্ক সফর করা শুরু করেন। শনিবার থেকে সফরটি শুরু হয়। তুরস্ক ও ইরান ইতোমধ্যে গণভোট প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র এখন প্রত্যাখ্যান করল। ইরাকের সেনাবাহিনী কুর্দিস্তানের দাহুক শহরের সঙ্গে যুক্ত মসুলের প্রধান সড়কটি শুক্রবার থেকে অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। সড়কটি দুটি শহরের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কাজে ব্যবহৃত হত। ইরাকী সরকার জানিয়েছে, কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার সব ব্যবস্থাই অস্থায়ী হবে। যদি কুর্দিস্তান গণভোটের ফলাফল বাতিল করে তবেই তা আবার খুলে দেয়া হবে। ইরাকের সুপ্রীমকোর্ট গণভোটকে অসাংবিধানিক বলে জানিয়েছে। যদিও কুর্দী কর্মকর্তারা এ পদক্ষেপকে অবৈধ ও বাগদাদ, তেহরান ও আঙ্কারার প্রতিনিয়ত হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থনের দাবি করেছেন। তবে টিলারসন স্পষ্ট করে বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কুর্দীদের শক্তিশালী জোট থাকা সত্ত্বেও তারা এ ধরনের কোন প্রস্তাব সমর্থন করেনা। এদিকে ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি গণভোটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
×