ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পারফর্মেন্সই বাঁচিয়ে দিল স্টোকসকে

প্রকাশিত: ০৫:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৭

পারফর্মেন্সই বাঁচিয়ে দিল স্টোকসকে

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠ ও মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দেয়া বেন স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের সহ-অধিনায়কত্বের দায়িত্ব হারাতে যাচ্ছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে ইঙ্গিত দেয়া হয়েছে। ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে রাস্তায় মরামারি বাধিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এক রাত জেলও খাটতে হয়। ফলে তাৎক্ষণিক এক বিবৃতির মাধ্যমে তারকা অলরাউন্ডারকে চতুর্থ ওয়ানডের দল থেকে বাদ দেয় ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ব্যাটে-বলে সময়ের অন্যতম তুখোড় পারফর্মার না হলে স্টোকস হয়তো এতদিনে স্থায়ীভাবেই দল থেকে ছিটকে যেতেন! ঘরের মাটিতে ২০১৯ বিশ্বকাপ, তার আগে এ বছর অস্ট্রেলিয়ায় ঐতিহ্যের এ্যাশেজ (টেস্ট), দুটিতেই ইংলিশদের পরিকল্পনার বড় অংশ তিনি। বিতর্কিত ঘটনার জন্ম দেয়ার পরও তাই এ্যাশেজের প্রাথমিক দলে টিকে গেছেন স্টোকস। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তাৎক্ষণিক স্টোকসকে উইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডের (বুধবার) দল থেকে বাদ দেয় ইসিবি। ইংলিশ গণমাধ্যমের খবর, আরও বড় শাস্তি পেতে পারেন এই অলরাউন্ডার। কেড়ে নেয়া হতে পারে তার টেস্ট সহ-অধিনায়কত্ব। তবে এ্যাশেজের দলে টিকে যাওয়ার পর মনে হচ্ছে, পারফর্মেন্সের জোরেই আচরণ শোধারনোর আরেকটি সুযোগ পাচ্ছেন তিনি। ব্রিস্টলে একব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগে সোমবার সকালে স্টোকসকে গ্রেফতার করেছিল পুলিশ। রাতে তাকে থানাহাজতে আটকে রাখার পর তদন্ত সাপেক্ষে অভিযোগ গঠন ছাড়াই সকালে ছেড়ে দেয়া হয়। এ্যাশেজ সিরিজের জন্য দল ঘোষণার আগ মুহূর্তের ওই ঘটনা ইংল্যান্ড নির্বাচকদের জন্য ছিল বড় ধাক্কা। ব্রিস্টল পুলিশের বিবৃতি ও স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ‘মারামারির’ ঘটনায় স্টোকস নিজেও তার হাতে চোট পেয়েছেন। এক্স-রে’র জন্য স্টোকসকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছিল। আগামী ২৩ নবেম্বর ব্রিসবেনে পাঁচ ম্যাচের এ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে কুলিন ক্রিকেটের বড় দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ্যাশেজের ইংল্যান্ড দল ॥ জো রুট (অধিনায়ক), এ্যালিস্টার কুক, মার্ক স্টোনম্যান, ডেভিড মালান, গ্যারি ব্যালান্স, জেমস ভিন্স, মঈন আলী, ম্যাসন ক্রেন, বেন ফোকস, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস এ্যান্ডারসন, জেক বল, ক্রেইগ ওভারটন।
×