ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাক সেনাদের মর্টার হামলায় দুই বিএসএফ জওয়ানসহ আহত ৭

প্রকাশিত: ০৬:১৩, ২৪ সেপ্টেম্বর ২০১৭

পাক সেনাদের মর্টার হামলায় দুই বিএসএফ জওয়ানসহ আহত ৭

পাকিস্তানের সেনারা শনিবার ভারতের আর্নিয়া, আরএস পুরা ও রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমানা বরাবর ভারতীয় গ্রামগুলোতে ও সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা চালিয়েছে। এতে অন্তত দুই বিএসএফ জওয়ান ও সীমান্তবর্তী এলাকার পাঁচ বাসিন্দা আহত হয়েছে। খবর দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার। পাকিস্তানের সেনাবাহিনী জম্মু, সামবা ও পুনচ জেলায় ভারতীয় সেনা ছাউনি ও গ্রামগুলোকে লক্ষ্য করে রাতভর গুলি ও মর্টার হামলা চালায়। এতে দুই বিএসএফ জওয়ান ও তিন বেসামরিক লোক আহত হয়েছে বলে শনিবার কর্মকর্তারা জানান। পাক সেনারা ভারতের ২০টি গ্রাম লক্ষ্য করে এ হামলা চালায় বলে জানা গেছে। কর্মকর্তার জানান, পাকিস্তানী সেনাদের মর্টার হামলায় আরএস পুরা সেক্টরের সাতওয়ালি গ্রামের তিনজন ও আর্নিয়া সেক্টরের এক গ্রামের একজন আহত হয়েছে। পরে এদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা আরও জানান, সামবায় রামগড় সেক্টরে পাকিস্তানী সেনাদের হামলায় দুই বিএসএফ জওয়ান সামান্য আহত হয়েছে। তারা জানান, হামলায় আট বছর বয়সী একটি ছেলে আহত হয়েছে। শুক্রবার রাতে পাকিস্তানী সেনাবাহিনীর হামলার লক্ষ্যবস্তু হওয়ায় সামান্তবতী কয়েকটি গ্রাম থেকে অন্তত পাঁচ শ’জনকে সরিয়ে নেয় ভারতীয় পুলিশ। গ্রামবাসীদের এখন একটি ক্যাম্পে রাখা হয়েছে। কর্মকর্তারা জানান, মাত্র কয়েকদিনে আর্নিয়া ও আরএস পুরা সেক্টরের ২০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে। পাকিস্তানী সেনারা দেশ দুটির মধ্যে আন্তর্জাতিক সীমান্ত ও লাইন অব কন্ট্রোল বরাবর ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর কয়েক দফা গুলিবর্ষণ ও মর্টার হামলা চালিয়েছে। দুদিন বন্ধ থাকার পর ২১ সেপ্টেম্বর পুনরায় গুলিবর্ষণ ও মর্টার হামলা চালায় পাক সেনারা। এ সময় পাক হামলায় অন্তত এক বিএসএফ জওয়ান ও একজন বেসামরিক লোক নিহত এবং পাঁচ বিএসএফ কর্মকর্তাসহ ২৫ জন আহত হয়। গত ৪৮ ঘণ্টায় এ নিয়ে তিনবার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনারা।
×