ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিএনএন টেক

অপেরা মিউজিক পরিচালনায় রোবট

প্রকাশিত: ০৫:৫২, ২৩ সেপ্টেম্বর ২০১৭

অপেরা মিউজিক পরিচালনায় রোবট

ইতালির উত্তরাঞ্চলের পিসা শহরে লাইভ অর্কেস্ট্রা ও অপেরা সঙ্গীত শিল্পীকে নির্দেশনা দিয়েছে একটি রোবট। ইন্টারন্যাশনাল রোবটিকস ফেস্টিভ্যালে ইউমি নামে এ রোবটটিকে হাজির করা হয়। এটি তৈরি করেছে সুইস রোবোটিক ফার্ম এবিবি। ফার্মটি জানিয়েছে, বিখ্যাত সঙ্গীত রচয়িতা আন্দ্রে কোলোমবিনির অঙ্গভঙ্গি রেকর্ড করা হয়েছে। এরপর তা একটি সফটওয়্যারের মধ্যে টিউন করে রোবট ইউমের সঙ্গে তা যুক্ত করা হয়েছে। ১৭ ঘণ্টার মধ্যেই রোবটটি ৬ মিনিটের অনুষ্ঠানটি পরিচালনা করার তালিম নেয়। চারটি জয়েন্ট দিয়ে তৈরি রোবটটির শুধু হাত রয়েছে। হাতের মাথায় রয়েছে সুইয়ের মতো লম্বা একটি ডিভাইস। সফলভাবে অনুষ্ঠানটি শেষ হলেও এক ভোকালিস্ট জানিয়েছেন, রোবট কখনই মানুষের স্থান নিতে পারবে না। ভবিষ্যতেও রোবট স্থায়ীভাবে কখনও অকেস্ট্রা ও অপেরা সঙ্গীতশিল্পীকে নির্দেশনা দেবে এমন কোন সম্ভাবনা নেই। কারণ বাদক দলকে নির্দেশনা দেয়া একটি সৃষ্টিশীল কাজ। প্রোগ্রাম করা রোবটের পক্ষে তাৎক্ষণিকভাবে সৃষ্টিশীল কিছু তৈরি করা কখনই সম্ভব নয়।
×