ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রশ্ন ফাঁসের অভিযোগ

ঢাবি সহকারী রেজিস্ট্রারকে বদলির সুপারিশ

প্রকাশিত: ০৮:৪৭, ২২ সেপ্টেম্বর ২০১৭

ঢাবি সহকারী রেজিস্ট্রারকে বদলির সুপারিশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিভিন্ন চাকরি ও ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মুনির হোসেনের বিরুদ্ধে অনুষদ থেকে বদলির সুপারিশ করা হয়েছে। গত মঙ্গলবার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির হোসেনকে বদলির জন্য একটা চিঠি দেয়া হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদ সূত্রে জানা গেছে, ওই সহকারী রেজিস্ট্রারের বিরুদ্ধে গত বছর ঢাবির ‘ঘ’ ইউনিট, চলতি বছরের জনতা ব্যাংকসহ কয়েকটি সরকারী চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া নিয়মিত অফিস না করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এ বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। ঢাবি পরিবহন ম্যানেজারের দায়িত্বে সাবেক ছাত্রদল নেতা সোহেল তানভীর ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবহন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রদলের সাবেক নেতা ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোঃ কামরুল হাসান। গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি পরিবহন বিভাগে নিয়োগ পান। এক সময় তার হাতে ছাত্রলীগের বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের প্রাক্কালে ককটেলসহ পুলিশের হাতে তিনি আটক হয়েছেন বলে অভিযোগ তুলেছে ছাত্রলীগের নেতারা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই পদে গত বুধবার তাকে নিয়োগ দেয়া হয়। আওয়ামীপন্থী অনেকে ছিলেন যাদের পরিবহন ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া যেত। কিন্তু কামরুল হাসানের বাড়ি বরিশাল হওয়াতে তাকে নিয়োগ দেয়া হয় বলে অন্যরা অভিযোগ তুলেছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল দলের শিক্ষকদের মধ্যে সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। জানতে চাইলে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান জনকণ্ঠকে বলেন, কিছু দুষ্টু লোক বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আসলে তাকে নিয়োগ দেয়া হয়নি। তিনি তার পদেই আছেন। কিন্তু সিনিয়র পরিবহন ম্যানেজার না থাকায় তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। কামরুল হাসানের নিয়োগপত্রে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিজ কাজের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এবং সকল ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
×