ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয় জুভেন্টাস ও নেপোলির

প্রকাশিত: ০৫:২০, ২২ সেপ্টেম্বর ২০১৭

জয় জুভেন্টাস ও নেপোলির

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস, রোমা, তোরিনো, এসি মিলান এবং নেপোলি। চলতি মৌসুমের শুরু থেকেই উড়তে থাকা নেপোলি বুধবার প্রতিপক্ষের মাঠে প্রথমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-১ গোলে হারিয়েছে ল্যাযিওকে। সেইসঙ্গে সিরি’এ লীগে চলতি মৌসুমে শতভাগ জয়ের ধারাবাহিকতাও ধরে রেখেছে তারা। প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে রোমাও। এদিন তারা ৪-০ গোলে বিধ্বস্ত করে বেনেভেন্তোকে। তবে কষ্টের জয় পেয়েছে জুভেন্টাস। নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা ১-০ ব্যবধানে পরাজিত করেছে ফিওরেন্টিনাকে। এছাড়া এসি মিলান ২-০ ব্যবধানে স্পালকে এবং তোরিনো ৩-২ ব্যবধানে উদিনেসকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। হল্যান্ডের রক্ষণসৈনিক স্টেফান ডে ভ্রেইর গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ল্যাযিও। তবে দ্বিতীয়ার্ধেই দারুণভাগে ঘুরে দাঁড়ায় নেপোলি। কালিদু কুলিবালি, হোসে কাইয়েহোন, ড্রিস মার্টেন্স এবং জর্জিনিয়োর গোলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা। গত কয়েক মৌসুম ধরেই দুর্দান্ত পারফর্ম করছে নেপোলি। কিন্তু জুভেন্টাসের সঙ্গে পেরে উঠতে পারেনি তারা। তবে এবার মৌসুমের প্রথম থেকেই দুর্বার নেপোলি। ইতালিয়ান সিরি’এ লীগে টানা পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে অবস্থান করছে নেপোলি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দীর্ঘ ২৭ বছর আগে সর্বশেষ সিরি’এ লীগে চ্যাম্পিয়ন হয়েছিল নেপোলি। ক্লাবটিতে তখন ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এবার কী তাহলে শিরোপা আক্ষেপ ঘুচবে তাদের? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। বুধবার মারিও মানজুকিচের একমাত্র গোলে ফিওরেন্টিনাকে হারিয়েছে জুভেন্টাস। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধেই দশ জনের দলে পরিণত হয় ফিওরেন্টিনা। লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার মিলান বাদেলকে। তারপরও কষ্টের জয়ে কিছুটা হতাশ স্বাগতিকদের অভিজ্ঞ কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। তবে ১ গোলের জয়টাকেও ভাল ফল হিসেবেই দেখছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচের শেষে এ্যালেগ্রি বলেন, ‘এই ম্যাচ প্রমাণ করে যে জিততে হলে অবশ্যই লড়াই করতে হবে। তবে ১-০ গোলে জেতাটাও ভাল ফলাফল।’ ম্যাচ শেষে শীর্ষে থাকা নেপোলির প্রসঙ্গেও কথা বলেছেন জুভেন্টাসের কোচ। তবে কৌশলগতভাবে নেপোলিকে আলাদা করে দেখছেন না বলে জানিয়েছেন এ্যালেগ্রি। তিনি বলেন, ‘নেপোলি ইন্টার, মিলান এবং রোমার মতোই আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী। আমাদের এখন খুব দেখেশুনে ধাপে ধাপে এগোতে হবে। সামনেই ডার্বি। আশাকরি চমৎকার একটা ম্যাচ হবে। সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করার জন্য অবশ্য কিছুদিন সময় পাচ্ছি আমরা।’ নেপোলি, জুভেন্টাসের পরেই পয়েন্ট টেবিলের তিনে রয়েছে ইন্টার মিলান। এদিন তারা ২-০ ব্যবধানে হারান স্পালকে। বসনিয়ার স্ট্রাইকার এডিন জিকোর জোড়া গোলের সৌজন্যে এস রোমা এদিন ৪-০ গোলে পরাজিত করে স্বাগতিক বেনেভেন্তোকে। ইতালিয়ান সিরি’এ লীগে প্রতিপক্ষের মাঠে টানা ৯ ম্যাচে জয় পাওয়া রোমা এখন পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে।
×