ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সান্টিয়াগো বার্নাব্যুতে আজ রাতে রিয়াল বেটিসের বিরুদ্ধে খেলবে রিয়াল মাদ্রিদ, ফিরছেন মার্সেলো ও টনি ক্রুস

অবশেষে লা লিগায় ফিরছেন রোনাল্ডো

প্রকাশিত: ০৫:০৪, ২০ সেপ্টেম্বর ২০১৭

অবশেষে লা লিগায় ফিরছেন রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে দুর্দান্ত সময় কাটানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারও মৌসুম শুরু করেছেন দারুণভাবে। গত ১৩ আগস্ট স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার বিরুদ্ধে চোখ ধাঁধানো গোল করেন। তবে গোল করার পর লালকার্ডও দেখেন। কার্ড পেয়ে মাঠ ছাড়ার সময় রেফারিকে ধাক্কা দেয়ার অপরাধে তাকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এ নিয়ে বেশ হৈচৈ হয়েছে। অনেকে বলছেন লঘু পাপে গুরুদ- দেয়া হয়েছে। কিন্তু তাতে লাভ হয়নি, আপীল করার পরও সি আর সেভেনের শাস্তি কমানো হয়নি। যে কারণে স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি পর্তুগীজ মহাতারকা। অবশেষে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে লা লিগায় নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন ফিফা সেরা তারকা। সুপার কাপের দ্বিতীয় লেগ ও লা লিগার চারটিসহ মোট পাঁচটি ম্যাচের নিষেধাজ্ঞার শর্ত পূরণ হয়েছে। যে কারণে আজ রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন রোনাল্ডো। সাবেক ম্যানইউ তারকার ফেরার ম্যাচে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেটিসকে আতিথ্য দেবে ইউরোপিয়ান ও লা লিগার চ্যম্পিয়নরা। আজকের অন্যান্য ম্যাচে লড়বে এ্যাথলেটিক বিলবাও-এ্যাটলেটিকো মাদ্রিদ, লেগানেস-জিরোনা, ডিপোর্টিভো লা করুনা-আলাভেস ও সেভিয়া-লাস পালমাস। লা লিগার ২০১৭-১৮ মৌসুম শুরু হয়েছে আগস্টের মাঝামাঝিতে। তবে প্রায় একমাস পর স্প্যানিশ লীগের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন রোনাল্ডো। দলের সেরা তারকাকে ছাড়া লা লিগার শিরোপা ধরে রাখার মিশন খুব একটা ভাল হয়নি রিয়ালের। চার ম্যাচে দুটি করে জয় ও ড্র সঙ্গী হয়েছে জিনেদিন জিদানের দলের। তবে দলের প্রাণভোমরা ফেরায় স্বরূপে ফেরার আশা বুনছে লস ব্লাঙ্কোসরা। নিষেধাজ্ঞার মধ্যেও দারুণ ছন্দেই ছিলেন রোনাল্ডো। সান্টিয়াগো বার্নাব্যু ট্রফির ম্যাচে ফিওরেন্টিনার বিরুদ্ধে প্রীতি ম্যাচে গোল করেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ম্যাচে সাইপ্রাসের ক্লাব এ্যাপোয়েল নিকোশিয়ার বিরুদ্ধেও জোড়া গোল করেন। রোনাল্ডোর ‘শুরু’র দিনে ফিরছেন রিয়ালের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় টনি ক্রুস ও মার্সেলো। লালকার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন মার্সেলো। অন্যদিকে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত জার্মান মিডফিল্ডার ক্রুস। অবশ্য ইনজুরির কারণে খেলতে পারবেন না ফরাসী ফরোয়ার্ড করিম বেনজামা। মঙ্গলবার জিনেদিন জিদানের অধীনে অনুশীলন করেছেন রোনাল্ডো, ক্রুস ও মার্সেলোরা। স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথম লেগের ৮২ মিনিটে পড়ে গিয়ে পেনাল্টির জন্য আবেদন করেন রোনাল্ডো। কিন্তু রেফারির চোখে সেটি ছিল ‘ইচ্ছাকৃত ডাইভ’। তাই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রোনাল্ডো। প্রথমটি দেখেছিলেন গোলের পর জার্সি খোলার অপরাধে। তাই দুই হলুদ কার্ডের জন্য লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় সি আর সেভেনকে। পরে তাকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়। লালকার্ড দেখে রোনাল্ডোর মাঠ ছাড়াটা মেনে নিতে পারেননি রিয়াল কোচ জিনেদিন জিদান। স্বয়ং রোনাল্ডোও বিষয়টিকে হাস্যকর হিসেবে অভিহিত করেন। আপীল প্রত্যাখ্যাত হওয়ার পর ইন্সটাগ্রামে রোনাল্ডো লিখেছিলেন, এটা আমার কাছে অত্যধিক ও হাস্যকর লাগছে। এটা নির্যাতন। নিষেধাজ্ঞার কারণে রিয়ালের হয়ে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে পারেননি পতুগীজ তারকা। এরপরও উৎসবের কমতি ছিল না। তাকে ছাড়াই ট্রফি জয় নিশ্চিত করে গ্যালাক্টিকোরা। এরপর উৎসবের মধ্যমণিও হয়েছেন সময়ের সেরা তারকা। সতীর্থদের সঙ্গে ট্রফি নিয়ে উৎসবে মেতে ওঠেন সি আর সেভেন। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকে হারিয়ে ট্রফি জেতায় উৎসবটাও ছিল বাঁধভাঙ্গা।
×