ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেরেসা মে’র ব্রেক্সিট নীতি বাস্তব সম্মত নয়

প্রকাশিত: ০৫:২২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

টেরেসা মে’র ব্রেক্সিট নীতি বাস্তব সম্মত নয়

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলের সরকারের জোট শরিক এক রাজনৈতিক দলের নেতা সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রেক্সিট প্রশ্নে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে যেভাবে এগোচ্ছেন তা কাজে আসবে না। এক্ষেত্রে ব্রিটেন কেবল নিজের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ইন্ডেপেন্ডেন্ট। মধ্য ডানপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টির নেতা ম্যানফ্রেড ওয়েবার স্ট্রসবার্গে সাংবাদিকদের বলেছেন, টেরেসা মে কেবলমাত্র সুবিধাজনক বিকল্পগুলো বেছে নিচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন ছাড়লে ব্রিটেন যে সুযোগ সুবিধাগুলো হারাবে সেগুলো তিনি বিবেচনা করে দেখছেন না। তিনি বলেন, ‘গ্রেট ব্রিটেন কেবলই নিজের সুবিধাগুলো দেখছে।’ উল্লেখ্য, ইউরোপিয়ান পিপলস পার্টি ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের অন্যতম জোট শরিক। তিনি বলেছেন, মে যে দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছেন তা বাস্তব সম্মত নয়। আপনি হয় ইইউর সুবিধাগুলো নেবেন অথবা আপনি জোট ছাড়বেন, দুটোর একটি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।’ ওয়েবার বলেন, ‘গ্রেট ব্রিটেনের ব্রেক্সিট সম্পর্কিত নথিপত্র দেখলে মনে হয় দেশটি কেবলই নিজের স্বার্থের কথা মাথায় রেখে এগুলো করেছে। জোট ছাড়ার পর ইইউর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে ধারাগুলো নিজেদের জন্য সুবিধাজনক ধারাগুলোই তারা রেখেছে। যে ধারাগুলো নিজেদের পক্ষে যায় না সেগুলো বাদ দিয়েছে।’ ইইউ বিরোধীরা আশা করেছিলেন, ইইউ-ব্রিটেন আলোচনায় মেরকেল দেশটিকে কিছু ছাড় দিতে পারেন। চলতি মাসের শেষের দিকে জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, মেরকেল আরেক মেয়াদের জন্য নির্বাচিত হবেন। ইইউ বিরোধীদের প্রত্যাশা মেরকেল ওই আলোচনা হস্তক্ষেপ করবেন এবং ব্রিটেনের স্বার্থ রক্ষা পায় এ ধরনের একটি চুক্তি করবেন। কিন্তু তার জোট শরিকের পক্ষ থেকে এ রকম মন্তব্য আসার পর স্বভাবতই ইইউ বিরোধীরা হতাশ হবেন। ব্রিটেনের ইউকিপ দলের সাবেক নেতা নাইজেল ফারাজ তার এলবিসি রেডিওর এক অনুষ্ঠানে কয়েকদিন আগে বলেছিলেন যে, ‘ইউরোপীয় নেতৃবৃন্দের মধ্যে মেরকেলই সবচেয়ে বাস্তববাদী এবং সম্ভবত সবচেয়ে ইতিবাচক নেতা যার কাছ থেকে একটি গ্রহণযোগ্য সমাধান আশা করা যায়।’
×