ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্যাম্পের বাইরে গেলে রোহিঙ্গাদের গ্রেফতার করে ক্যাম্পে পাঠানো হবে ॥ আইজি

প্রকাশিত: ০৫:১৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭

ক্যাম্পের বাইরে গেলে রোহিঙ্গাদের গ্রেফতার করে ক্যাম্পে পাঠানো হবে ॥ আইজি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পুলিশের আইজি এ কে এম শহিদুল হক বলেছেন, রোহিঙ্গা শরণার্থীরা যাতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সে জন্য পথে চেকপোস্ট বসানো, বাসে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় টোক নয়নপুর এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন। আইজি বলেন, শরণার্থী হিসেবে যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তাদের খাবার-দাবার ও বাসস্থানের ব্যবস্থা করছে সরকার। এজন্য তাদের আইডি কার্ড দেয়া হচ্ছে এবং ডাটাবেজ করা হচ্ছে। এর মাধ্যমে তারা সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে তারা যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পথে চেকপোস্ট বসানো হয়েছে, পরিবহনে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। আমরা জনগণের কাছে আহ্বান জানিয়েছি, তাদের যেন কেউ বাসাবাড়িতে ভাড়া না দেয়, আশ্রয় না দেয়। তারপরও যদি তাদের কোথাও পাওয়া যায় তবে তাদের পুনরায় উখিয়া শরণার্থী ক্যাম্পে নেয়া হবে। এ সময় পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোহিঙ্গাদের কারণে সামাজিক সমস্যা উদ্ভব হতে পারে আশঙ্কা করে তিনি আরও বলেন, এক সঙ্গে অনেক লোক থাকলে সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। তাদের যদি কর্মসংস্থান না থাকে, ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সামাজিক ভারসাম্য বিনষ্ট হতে পারে। তবে তাদের মাধ্যমে যাতে অপরাধ সংঘটিত না হয় সেজন্য তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করবে। এছাড়াও আইজি দুর্গাপূজা অনুষ্ঠানের বিষয়ে কথা বলেন। তিনি জানান, সারাদেশের পূজা উদযাপন কমিটির তালিকা পুলিশের হাতে রয়েছে। সকলের সহযোগিতায় পূজা অনুষ্ঠানের জন্য নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পরে স্থানীয় শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৪ আসনের সাংসদ ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, আইজি এ কে এম শহিদুল হক, ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ তাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা কামান্ডার বজলুর রশীদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জসীম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন প্রমুখ। উল্লেখ্য, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিন নদীর মোহনায় পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এটি তিনটি জেলারও মিলনস্থল। তদন্ত কেন্দ্রটি প্রতিষ্ঠা পাওয়ায় গাজীপুর, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ জেলার শীতলক্ষ্যা নদী কেন্দ্রীক সীমান্তবর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবে। কাপাসিয়ার টোক নয়নবাজারে তদন্ত কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে।
×