ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান;###;প্রধান শিক্ষক ;###;ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ;###;ডেমরা, ঢাকা।;###;ই-মেইল: [email protected]

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিষয় ॥ গণিত

প্রকাশিত: ০৩:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০১৭

পিইসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিষয় ॥ গণিত

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক গণিত বিষয়ে ১ নং প্রশ্নে থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। আজ থেকে তোমাদের জন্য ধারাবাহিকভাবে ছাপা হবে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। এগুলো নিয়মিত সংগ্রহ করে অধ্যয়ন কর। আশা করি উপকৃত হবে। তৃতীয় অধ্যায় : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি ১। পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৩ গুণ হলে, কন্যার বয়স বের করতে কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে? ক. যোগ ও ভাগ খ. যোগ ও বিয়োগ গ. ভাগ ও বিয়োগ ঘ. গুণ ও ভাগ ২। কোনটি প্রাথমিক চার প্রক্রিয়ার অন্তর্গত? ক. গুণ খ.গড় গ.শতকরা ঘ.উপাত্ত বিন্যস্তকরণ ৩। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি বলতে কী বুঝায়? ক. যোগ খ. বিয়োগ গ. গুণ ঘ. যোগ, বিয়োগ, গুণ ও ভাগ ৪। কোন সংখ্যাকে ৮ দ্বারা ভাগ করে ভাগফলকে ৬ দ্বারা গুণ করলে গুণফল ৩৬ হয়। সংখ্যাটি কত? ক. ৪৮ খ. ৫৬ গ. ৬৪ ঘ. ৭২ ৫। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর এবং পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হলে পিতা ও পুত্রের বয়স মোট কয় গুণ? ক. ৩ গুণ খ. ৪ গুণ গ.৫ গুণ ঘ. ৬ গুণ ৬। তুহিন দোকান থেকে ৩৫টি চকলেট কিনে সে ও তার বোন তামিমার মধ্যে ভাগ করে নিল। এতে তুহিন তামিমা অপেক্ষা ৫টি চকলেট বেশি পেল। তুহিন কতটি চকলেট পেল? ক. ১০টি খ. ১৫টি গ. ১৮টি ঘ. ২০টি ৭। ৬টি খাতার দাম ৩৫ টাকা। এর দ্বিগুণ সংখ্যক খাতা ক্রয় করতে কত টাকা প্রয়োজন? ক. ৬০ টাকা খ. ৬৫ টাকা গ. ৭০ টাকা ঘ. ৭৫ টাকা ৮। মাহিনের বয়সকে দ্বিগুণ করে ১০ বছর বিয়োগ করলে বিয়োগফল ২০ বছর হয়। মাহিনের বয়স কত? ক. ১০ বছর খ. ১৫ বছর গ. ২০ বছর ঘ. ২৫ বছর উত্তর : ১.ঘ ২.ক ৩.ঘ৪.ক ৫.গ ৬.খ ৭.গ ৮.খ
×