ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার ওপর নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার ওপর নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার সর্বসম্মত ভোটে উত্তর কোরিয়ার ওপর নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন এই নিষেধাজ্ঞায়, দেশটির টেক্সটাইল পণ্য রফতানি এবং অপরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর নিজেদের ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালানোর প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। খবর এএফপি ও বিবিসির। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচীকে কেন্দ্র করে ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশ নবমবারের মতো সর্বসম্মতভাবে নিষেধাজ্ঞা আরোপ করল। দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের তৈরি প্রাথমিক খসড়া প্রস্তাবটি আরও কঠোর ছিল। তবে উত্তর কোরিয়ার মিত্র ও নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য দেশ চীন-রাশিয়ার সমর্থন আদায়ের জন্য প্রস্তাবটি অনেকটা নমনীয় করা হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। গত মাসে দেশটির প্রধান রফতানি দ্রব্য কয়লা, সীসা ও সামুদ্রিক খাদ্যসহ অন্যান্য খনিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল নিরাপত্তা পরিষদ। এবার দেশটির দ্বিতীয় রফতানি পণ্য বস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। দক্ষিণ কোরিয়ার কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়া বছরে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রফতানি আয় কমবে। দেশটির রফতানি করা বস্ত্রের ৮০ শতাংশ যেত চীনে। বছরে উত্তর কোরিয়া ২০ লাখ ব্যারেল পরিশোধিত পেট্রোলিয়াম আমদানি করে।
×