ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দল ঘোষণা, ফিরেছেন রুবেল, শুভাশিষ, বাদ নাসির হোসেন

এক সিরিজ পরই ফিরলেন মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৪:৫৯, ১২ সেপ্টেম্বর ২০১৭

এক সিরিজ পরই ফিরলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ। এবার দেশের বাইরে মিশন। দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও ২ টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাটিতে কন্ডিশন যেমন ছিল তার একেবারেই বিপরীত থাকবে দক্ষিণ আফ্রিকায়। সে কারণে দলে স্পিন শক্তি কমিয়ে ৫ পেসারকে নিয়ে সমন্বয় করা হয়েছে। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিসিবির কাছে টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামের আবেদন করায় তাকে দলে রাখা হয়নি। ফলে সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া দুই পেসার রুবেল হোসেন ও শুভাশিষ রায় সুযোগ করে নিয়েছেন আবার। তবে বাদ পড়েছেন অফস্পিন অলরাউন্ডার নাসির হোসেন। সোমবার বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আর মাত্র সপ্তাহখানেক। এরপর আবারও একটি পূর্ণাঙ্গ সিরিজ। সবেমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে সিরিজ শেষ হয়েছে। ঘরের মাটিতে তাদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন সাকিব। সিরিজ শেষে সে কারণেই ৬ মাসের জন্য বিশ্রাম চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন তিনি। সেটা মাথায় রেখেই সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিন ধরেই জোর গুঞ্জন শোনা যাচ্ছিল দলে বাঁহাতি ব্যাটসম্যানের পরিমাণ বেড়ে যাওয়ায় টপঅর্ডারে ডানহাতি ব্যাটসম্যানের আগমন ঘটতে পারে। কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত অসিদের বিপক্ষে খেলা সমন্বয়ে তেমন কোন পরিবর্তন আসেনি। দীর্ঘদিন পর দলে সুযোগ করে নিয়েছিলেন নাসির। কিন্তু তেমন আহামরি কোন পারফর্মেন্স দেখাতে না পারায় দল থেকে ছিটকে গেছেন তিনি। আর সাকিবের জায়গা পূরণের জন্য ফিরিয়ে আনা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। অবশ্য বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে রাখা হয়েছে সাকিব না থাকায়। এ বিষয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘সাকিবের জায়গায় একজন অতিরিক্ত স্পিনার নিয়েছি। আমাদের পরিকল্পনা ছিল ৫ পেসারের সঙ্গে সাকিব ও মিরাজ থাকবে। যেহেতু সাকিব নাই, সেহেতু আমরা তাইজুলকে যোগ করেছি।’ দক্ষিণ আফ্রিকার কন্ডিশন মাথায় রেখেই এবার ৫ পেসারকে নিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা। সে কারণেই ফিরিয়ে আনা মাহমুদুল্লাহকে। গত মার্চে শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে বাদ পড়েছিলেন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডেই জায়গা হয়নি। অবশেষে ফিরেছেন প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলার জন্য। এ বিষয়ে নান্নু বলেন, ‘এখানে মাহমুদুল্লাহকে আমরা অন্তর্ভুক্ত করেছি। কারণ আমরা চিন্তা করেছি যে, বিদেশে যেখানে বাউন্সি উইকেট, দ্রুত বল ব্যাটে আসে, এমন জায়গায় সে ভাল ব্যাটিং করতে পারে। সে একজন সিনিয়র এবং অভিজ্ঞ ব্যাটসম্যান। যেহেতু সাকিব নাই। এই চিন্তা করে তাকে রাখা হয়েছে। এটাই আমাদের সম্ভাব্য সেরা স্কোয়াড, এটা নিয়েই আমাদের খেলতে হবে। তাকে নেয়াটা ব্যক্তিগতভাবে আমার সিদ্ধান্ত। কারণ সে বাউন্সি উইকেটে ভাল খেলে। ইংল্যান্ডেও সে ভাল খেলেছে।’ আর এই কন্ডিশনের কথা মাথায় রেখেই নাসির বাদ পড়েছেন এবং ৫ পেসারকে নিয়ে দল গড়া হয়েছে। ফিরেছেন রুবেল ও শুভাশিষ রায়। এ বিষয়ে নান্নু বলেন, ‘আমরা কিন্তু দুইভাবে ক্রিকেট খেলি, হোমে এক রকম বিদেশে এক রকম। এই ভারসাম্য রাখতেই কিন্তু আমরা দুইভাবে চিন্তা করি। দলের একটা পরিকল্পনার ব্যাপার আছে। সবকিছু চিন্তা করে, ওখানে যেহেতু বাউন্সি উইকেট; সেখানে ওর ব্যাটিং সক্ষমতার কথা চিন্তা করে তাকে বাদ দেয়া হয়েছে। আর আমাদের প্রস্তুতি ম্যাচ আছে তিনদিনের। সেটার পরই নিশ্চিত হতে পারব কিভাবে সঠিক সমন্বয় গড়া হবে।’ এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত দল থেকে বাদ পড়েছিলেন তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। চোখের ইনজুরি উন্নতি না হওয়ার কারণে এবারও তাকে বাইরেই থাকতে হলো। সোমবারই তিনি ডাক্তারী পরীক্ষার জন্য ব্যাঙ্কক গেছেন। বাঁহাতির আধিক্য নিয়ে অসিদের বিপক্ষে ভুগতে হয়েছিল। এবার তাই কয়েকজন ডানহাতির কথা বিবেচনা করেছিলেন নির্বাচকরা। কিন্তু শেষ পর্যন্ত কোন চমক আসেনি। বাঁহাতিরা আছেন, বিশেষ করে পুরোপুরি ব্যর্থ হওয়া সৌম্য সরকার ও ইমরুল কায়েস সুযোগ পেয়েছেন আরেকবার নিজেদের প্রমাণ করার। এ বিষয়ে নান্নু বলেন, ‘বাঁহাতি ব্যাটসম্যান, যারা আমাদের দলে আছে, তাদের সঙ্গে তুলনা করার মতো ডানহাতি কিন্তু আমাদের আপাতত নেই। আমার মনে হয় যে, এই সিরিজটা চ্যালেঞ্জিং। বাউন্সি উইকেটে খেলতে হবে। আমার বিশ্বাস, আমাদের বাঁহাতি ব্যাটসম্যানরা এই সিরিজে ভাল করবে।’ দক্ষিণ আফ্রিকার সফরে বাংলাদেশ টেস্ট দল ॥ মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও শুভাশিষ রায়।
×