ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রুশ ও মিসরীয় রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

প্রকাশিত: ০৮:১৩, ১০ সেপ্টেম্বর ২০১৭

রুশ ও মিসরীয় রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট নিয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়া ও মিসরের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রসচিব এম শহিদুল হক। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতোভ ও মিসরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সিহাব নেকীর সঙ্গে পররাষ্ট্রসচিব এম শহিদুলের বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্রসচিব মিয়ানমারের সীমান্তে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি মিয়ানমায়ের অভ্যন্তরে রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তায় সেফজোন গঠনের বিষয়ে রাশিয়া ও মিসরের সমর্থন ও সহযোগিতা চান।
×