ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নয় মাসের শিশুকে ঘুম পাড়িয়ে রেখে দম্পতির আত্মহত্যা

প্রকাশিত: ০৪:২৭, ১০ সেপ্টেম্বর ২০১৭

নয় মাসের শিশুকে ঘুম পাড়িয়ে রেখে দম্পতির আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৯ সেপ্টেম্বর ॥ নয় মাসের পুত্রসন্তানকে ঘুম পাড়িয়ে পটিয়ায় শয়নকক্ষে স্বামী-স্ত্রী আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মধ্যম শিকলবাহা এলাকার আবু তৈয়বের ভাড়া বাসা থেকে পুলিশ আবদুল নবী (২৪) ও তার স্ত্রী মিনা আকতারের (১৯) লাশ উদ্ধার করেছে। স্বামী জানালায় ও স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে তাদের দূরত্ব ছিল মাত্র ৫ হাত। পাঁচ হাতের ব্যবধানে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা রহস্যজনক। সকালে তাদের নয় মাসের পুত্রসন্তান শাহেদ হোসেন কান্না করতে থাকলে আশপাশের লোকজন এসে দরজা খোলার চেষ্টা করে। এ সময় দরজা খুলতে না পেরে তারা জানালা দিয়ে ঘরের ভেতরে দেখতে পান স্বামী-স্ত্রী দুজনই আত্মহত্যা করেছে। পরে স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশে খবর দিলে পুলিশ দুপুরে লাশ দুটি দরজা ভেঙ্গে উদ্ধার করে। জানা গেছে, উপজেলার উত্তর শিকলবাহা বিল্লাপাড়া গ্রামের মোহাম্মদ কাশেমের কন্যা মিনা আকতারের সঙ্গে পার্শ্ববর্তী আব্বাস আলীর পুত্র আবদুল নবীর ২ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। স্বামী নবী কাগজের তৈরি প্যাকেট বিক্রি করে সংসার চালাতেন। বিয়ের পর মিনার শ্বশুর পরিবারের সঙ্গে বাপের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মিনাকে তার স্বামী মারধর করার কারণে মিনার পিতা কাশেম তার মেয়েকে বাড়িতে নিয়ে যান। বিয়ের ২-৩ মাস পর স্বামী-স্ত্রী দুজন মিনার বাপের বাড়িতে থাকতেন। স্বামী প্রায় সময় স্ত্রীকে মারধর করায় স্থানীয়ভাবে সালিশও হয়েছে। এক পর্যায়ে মীমাংসা করে দিলে তারা মধ্যম শিকলবাহা এলাকার আবু তৈয়বের ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তারা ভাত খেয়ে নয় মাসের পুত্রসন্তানকে ঘুমিয়ে রেখে কোন এক সময় স্ত্রী মিনা সিলিং ফ্যানের সঙ্গে ও পাঁচ হাতের ব্যবধানে জানালার একটি রডের সঙ্গে স্বামী গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
×