ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাইফের গোলশূন্য ড্র বিজেএমসির সঙ্গে

প্রকাশিত: ০৫:১০, ৮ সেপ্টেম্বর ২০১৭

সাইফের গোলশূন্য ড্র বিজেএমসির সঙ্গে

স্পোর্টস রিপোর্টার ॥ টিম বিজেএমসি আজ ক্ষয়িষ্ণু শক্তির দল হলেও এক সময় তারা ছিল ঢাকার ফুটবলে শক্তিশালী ও প্রতিষ্ঠিত একটি দল। স্বাধীনতার আগে তিনবার এবং স্বাধীনতার পর দু’বার ... মোট পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন তারা। স্বাধীনতার আগে তারা জেতে ভিন্ন নামে (ইস্ট পাকিস্তান আইডিসি, ১৯৬৭, ৬৮, ৭০)। স্বাধীনতার পর ১৯৭৩ সালে জেতে আরেক ভিন্ন নামে (বাংলাদেশ জেআইসি)। বিজেএমসি নামে লীগ জেতে ১৯৭৯ সালে। সেটাই শেষ। অনেক বছর পর আবারও লীগ অঙ্গনে ফিরলেও আর লীগ জিততে পারেনি ‘সোনালী আঁশের দল’। অথচ এই খর্বশক্তির দলটাই কি না বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার মোক্ষম সুযোগ পেয়েছিল নবাগত-শক্তিশালী দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলে একলাফে তিন ধাপ উন্নতি ঘটানোর। কিন্তু সেটা আর পারেনি তারা। ৪২ মিনিটে দশজনের দলে পরিণত হওয়ার পরও (তপু বর্মণ লালকার্ড) তারা সাইফকে বাগে আনতে পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৪১ নম্বর এই ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় ০-০ গোলে। ফলে হারের সমান ড্র করে বিজেএমসি হতাশ এবং জয়ের সমান ড্র করে উচ্ছ্বসিত সাইফ। যদিও টানা চার ম্যাচ জেতার পর পঞ্চম ম্যাচে এসে দুই পয়েন্ট খুইয়েছে তারা। কিন্তু যেখানে হারই ছিল নিয়তি, সেখানে দারুণ খেলে হার এড়ানোটাই বা কম কিসে।
×