ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আসাদ বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে ॥ জাতিসংঘ তদন্ত দল

সিরিয়ার পশ্চিমাঞ্চলে ইসরাইলের রকেট হামলা

প্রকাশিত: ০৪:৫৯, ৮ সেপ্টেম্বর ২০১৭

সিরিয়ার পশ্চিমাঞ্চলে ইসরাইলের রকেট হামলা

ইসরাইলের যুদ্ধ বিমান বৃহস্পতিবার সিরিয়ার পশ্চিমাঞ্চলে একটি সেনাক্যাম্পে হামলা চালিয়েছে বলে সিরিয়া জানিয়েছে। এতে দুজন নিহত হয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের আকাশ সীমা থেকে সিরিয়ার মাসইয়াফ এলাকা লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। বিভিন্ন আরব গণমাধ্যমে বলা হয়েছে, এ হামলার মাধ্যমে সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদন এলাকায় আঘাত হানা হয়েছে। খবর বিবিসি ও এএফপির। ইসরাইল এর আগেও সিরিয়ায় গোপন হামলা চালিয়েছিল। সদ্য এ হামলা নিয়ে ইসরাইলের দিক থেকে কোন মন্তব্য করা হয়নি। এ হামলা এমন এক সময়ে হলো যখন জাতিসংঘের তদন্তকারীরা বলছে, গত এপ্রিল মাসে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকায় সিরিয়ার সরকার মারাত্মক রাসায়নিক হামলা চালিয়েছিল। সিরিয়ার সরকার বরাবরই সে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করছে। পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থা বিভিন্ন সময় বলেছে যে, মাসইয়াফ এলাকায় সিরিয়া রাসায়নিক অস্ত্র উৎপাদন করছে। সাম্প্রতিক বছরগুলোতে সে এলাকায় ইসরাইল বিক্ষিপ্তভাবে কয়েকটি হামলা চালিয়েছে। ইদলিবে সরকারী বাহিনীর রাসায়নিক বোমা হামলার প্রমাণ সিরীয় সরকারী বাহিনী গত এপ্রিলে খান শেইখুনে রাসায়নিক বোমা হামলা চালিয়ে কিছু মানুষকে হত্যা করেছে, জাতিসংঘের যুদ্ধ অপরাধ তদন্তদল বুধবার এ কথা জানিয়েছে। জাতিসংঘের এই প্রথম কোন প্রতিবেদনে দামেস্কোকে দায়ী করা হয়েছে। সিরিয়ায় জাতিসংঘ কমিশন অব ইনকোয়ারি (সিওআই) জানিয়েছে, তাদের কাছে ‘অতিরিক্ত তথ্যপ্রমাণাদি’ রয়েছে, যেখানে দেখা গেছে যে, গত ৪ এপ্রিল সিরীয় বিমানবাহিনী ভয়ঙ্কর সারিন গ্যাস ব্যবহার করে। প্রতিবেদনটিতে বলা হয়, সকল তথ্যপ্রমাণ কমিশনকে এই সিদ্ধান্তে পৌঁছিয়েছে, বিশ্বাস করার মতো যৌক্তিক ভিত্তি রয়েছে যে, সিরীয় বাহিনী খান শেইখুনে সারিন বোমা হামলা চালিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ইদলিব প্রদেশে বিরোধী গ্রুপ অধ্যুষিত উত্তরাঞ্চলীয় শহরটিতে ওই বোমা হামলায় অন্তত ৮৩ জন নিহত হয়, যাদের মধ্যে এক-তৃতীয়াংশ শিশু ছিল। এছাড়া এ ঘটনায় অন্তত তিন শ’ মানুষ আহত হয়। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ইতোপূর্বে জানিয়েছে এই হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়। এদিকে সিরীয় সরকার এই হামলায় জড়িত নয় বলে জানিয়েছে এবং দাবি করছে, ২০১৩ সালে চুক্তির পর তারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি।
×