ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয় অঞ্চলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইরমা

প্রকাশিত: ০৫:০০, ৭ সেপ্টেম্বর ২০১৭

ক্যারিবীয় অঞ্চলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইরমা

যুক্তরাষ্ট্রের হিউস্টনে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভের তা-বের পর এবার ক্যাটাগরি ফোর রূপ নিয়ে ক্যারিবীয় অঞ্চলে ধেয়ে যাচ্ছে আরেক ঘূর্ণিঝড় ইরমা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে ছুটে আসা এ ঝড় আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে আছড়ে পড়তে পারে। ফলে কয়েকটি ক্যারিবীয় দ্বীপে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছে। ইরমার তাণ্ডবে ল-ভ- হতে পারে লিওয়ার্ড দ্বীপ। প্রচণ্ড বৃষ্টি আরও ঝড়ো হাওয়ায় সেখানে জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জারি করা হয়েছে জরুরী অবস্থা। হারিকেন হার্ভের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি হিউস্টন। ত্রাণ শিবির থেকে এখনও অনেকেই ঘরে ফেরেনি। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এরই মধ্যে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ইরমা। ঝড়টি কোন কোন পথে অগ্রসর হবে এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে এর কি প্রভাব পড়বে সেটি এখনও ঠিক করে বলতে পারছে না হারিকেন সেন্টার এনএইচসি। এর প্রভাবে উত্তরাঞ্চলীয় কয়েকটি এলাকায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং পানির স্তর বেড়ে তা স্বাভাবিকের তুলনায় ৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। -ওয়েবসাইট
×