ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদের দিনে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা

শিক্ষিকা ব্যবসায়ী ছাত্র ও নারী গার্মেন্টসকর্মীসহ চারদিনে ১৯ খুন

প্রকাশিত: ০৫:১৩, ৫ সেপ্টেম্বর ২০১৭

শিক্ষিকা ব্যবসায়ী ছাত্র ও নারী গার্মেন্টসকর্মীসহ চারদিনে ১৯ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ ঈদের ছুটিতে দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় অন্তত ১৯ জনকে নানাভাবে খুন করা হয়েছে। এদের মধ্যে রয়েছে শিক্ষিকা, ব্যবসায়ী, স্বামীর পিটুনিতে স্ত্রী, যৌতুকের জন্য নববধূ, ধর্ষণের পর গৃহবধূ, অন্তঃসত্ত্বা গৃহবধূ, যুবলীগ নেতা, কিশোর, স্কুলছাত্র, নারী গার্মেন্টসকর্মী, ছোট ভাইয়ের স্ত্রীর দায়ের কোপে ভাসুর, সীতাকু-ে ভ্যানচালক, কলাপাড়ায় জেলেবধূ ও বরিশালে ইজিবাইক মেকানিক। গত চার দিনে গাজীপুর ও ফরিদপুরে খুন হয়েছে তিনজন করে ৬ জন, ঠাকুরগাঁওয়ে নববধূ, মুন্সীগঞ্জের সিরাজদিখানে অন্তঃসত্ত্বা গৃহবধূ, আদমদীঘিতে যুবলীগ নেতা, নওগাঁয় ঈদের দিনে সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, সিলেটে ২ মহিলা ও ১ কিশোর, জামালপুরে নারী গার্মেন্টসকর্মী এবং স্কুলছাত্র, ভালুকায় ছোট ভাইয়ের স্ত্রী’র দা’য়ের কোপে ভাসুর, সীতাকু-ে ভ্যানচালক, কলাপাড়ায় জেলেবধূ ও বরিশালে মেকানিক। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, গাজীপুরে পৃথক ঘটনায় স্কুল শিক্ষিকা ও ব্যবসায়ীসহ তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জয়দেবপুর থানার পুলিশ জানায়, নিখোঁজের দু’দিন পর ঈদের দিন শনিবার গাজীপুরে সড়কের পাশে পরিত্যক্ত একটি ড্রাম থেকে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নার্গিস বেগম (৫৪)। তিনি নরসিংদী সদর উপজেলার চিরিশপুর ইউনিয়নের ঘোরাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নার্গিস আক্তার অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা আনসার উল্লাহর দ্বিতীয় স্ত্রী ও নরসিংদী জেলার পূর্ব ব্রাহ্মণদি বীরপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে। নিহতের কন্যা তানজিনা আক্তার জানান, প্রায় ৩০ বছর আগে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এর কর্মকর্তা আনসার উল্লাহর সঙ্গে নার্গিস আক্তারের বিয়ে হয়। নার্গিসের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আনসার উল্লাহর এটি দ্বিতীয় বিয়ে। বর্তমানে আনসার উল্লাহ চাকরি থেকে অবসর নিয়েছেন। প্রথম স্ত্রী ও উভয় পক্ষের সন্তানদের নিয়ে আনসার উল্লাহ ঢাকার তেজকুনীপাড়ার বাসায় বসবাস করেন। চাকরির কারণে দ্বিতীয় স্ত্রী নার্গিস নরসিংদীতে থাকেন। মাঝে মধ্যে ছুটি পেলে বা কোন প্রয়োজনে ঢাকার বাসায় আসেন। এবারের ঈদের ছুটিতে গত কয়েকদিন আগে নার্গিস ঢাকার বাসায় আসেন। গাজীপুরে আত্মীয়ের কাছে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নার্গিস বাসা থেকে বের হন। দুপুরে মেয়ের সঙ্গে তার মোবাইলে কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের দুইদিন পর ঈদের দিন শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগানের কাছ থেকে ঢাকা-বাইপাস সড়কের পাশে কাঁচা তরকারির কাওরান বাজার আড়তের গেটের সামনে ঢাকনা দিয়ে আটকানো প্লাস্টিকের একটি ড্রাম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ওই ড্রাম থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ড্রামের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করে। ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা ফরিদপুরে পৃথক দুটি ঘটনায় ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে রবিবার সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের উত্তর শোভারামপুর এলাকায় ফরিদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছে আরেক যুবক। নিহত দুই যুবক হলেন দক্ষিণ শোভারামপুর এলাকার কাশেম খানের ছেলে তারিক খান (৩০) ও একই মহল্লার মৃত রুস্তম শেখের ছেলে রিপন শেখ (২৮)। তারিক বিবাহিত এবং এক ছেলের বাবা। এ ঘটনায় তারিকের ভাই শরিফ খান (২৮) আহত হয়। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, তারিক, রিপন ও শরিফ রবিবার সন্ধ্যা সাতটার দিকে অম্বিকাপুর রেল সেতু পার হয়ে উত্তর শোভারামপুর এলাকার দিকে এগুনোর সময় এ সন্ত্রাসী হামলার শিকার হন। অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তিনজনকেই উপর্যুপরি কুপিয়ে আহত করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিক ও রিপনকে মৃত বলে ঘোষণা করেন। ওই এলাকার বাসিন্দারা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। সিরাজদিখানে অন্তঃসত্ত্বা গৃহবধূ মুন্সীগঞ্জের সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের চর নিমতলা গ্রামে স্বামীর বসতঘর থেকে ফাহিমা আক্তার (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। যৌতুকের জন্য নববধূ হত্যা ! ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সোমবার নাসরিন আক্তার (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের টাকা না পেয়ে নববধূকে তার স্বামী মারপিট করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা বগুড়ার সান্তাহারে ডিস লাইনের কেবল চুরির প্রতিবাদ করায় প্রতিপক্ষরা বগুড়ার আদমদীঘি উপজেলা যুবলীগের সাবেক নির্বাহী সদস্য ব্যবসায়ী জাকির হোসেন লিটনকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে।
×