ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ॥ যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ০৪:০০, ৫ সেপ্টেম্বর ২০১৭

ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ॥ যুবলীগ নেতা আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ সেপ্টেম্বর ॥ সাভারে কোরবানির ঈদের দিন চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়কালে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি) হাতেনাতে আটক করেছে স্থানীয় যুবলীগ নেতা মহসিন বাবুকে। কোরবানির দিন শনিবার সন্ধ্যার পর ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে চাঁদা আদায়ের ভুয়া রসিদ ও নগদ টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পর রবিবার আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশে তাকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। জান গেছে, কোরবানির ঈদের দিন সাভারে শতাধিক মৌসুমি চামড়া ব্যবসায়ী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা গরু-ছাগলের চামড়া সংগ্রহ করে তা বিক্রির জন্য প্রতি বছরের ন্যায় এবারও সাভার বাজার বাসস্ট্যান্ডে সন্ধ্যার সময় জড়ো হয়। পৌর যুবলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক ও পৌর এলাকার ভাটপাড়ার কাজী ওয়াদুদের ছেলে মহসিন বাবুর নেতৃত্বে চাঁদাবাজদের একটি সিন্ডিকেট চামড়া বিক্রেতাদের কাছ থেকে জোরপূর্বক গরুর চামড়াপ্রতি ৫০-৬০ টাকা ও ছাগলের চামড়াপ্রতি ১০-২০ টাকা হারে আদায় করছিল। চক্রটি পৌরসভার ভুয়া খাজনা আদায়ের রশিদ তৈরি করে চাঁদা আদায় করতে থাকে। এতে চামড়া বিক্রেতাদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে মহসিন বাবু ও তার সহযোগী কামাল হোসেনকে আটক করে। এ সময় বাবুর পকেট থেকে চাঁদা আদায়ের নগদ ১৪ হাজার ৫ টাকা ও চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়।
×