ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঈদের বন্ধের মধ্যেও বিএসএমএমইউর জরুরী চিকিৎসাসেবা অব্যাহত থাকবে

প্রকাশিত: ০৫:২২, ১ সেপ্টেম্বর ২০১৭

ঈদের বন্ধের মধ্যেও বিএসএমএমইউর জরুরী চিকিৎসাসেবা অব্যাহত থাকবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সভাপতিত্বে তার কার্যালয়ে বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদ-উল-আযহার বন্ধের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জরুরী চিকিৎসাসেবাসমূহ ও ইনডোর চিকিৎসাসেবাসমূহ অব্যাহত রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য পরিচালকসহ (হাসপাতাল) সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। গুরুত্বপূর্ণ ওই সভায় এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ও কার্ডিওলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এসএম মোস্তফা জামান, অবস এ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ পারভীন ফাতেমা, এ্যানেসথেশিয়া, এ্যানালজেশিয়া এ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ দেবব্রত বণিক, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (মানবসম্পদ) ডাঃ জামাল উদ্দিন খলিফা, অর্থোডেপিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সঞ্জয় কুমার দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ২ সেপ্টেম্বর শনিবার থেকে ৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর সেবা ও জরুরী বিভাগসমূহ প্রচলিত নিয়মে খোলা থাকবে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার প্রচলিত নিয়মে অফিস খোলা থাকবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিএসএমএমইউর কর্মরতদের ১ দিনের বেতন প্রদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বন্যার্তদের সহায়তার জন্য তার কার্যালয়ে ৩০ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীসহ কর্মরত সবার এক দিনের বেতনের সমপরিমাণ ২৮ লাখ ৬৯ হাজার ৩শ’ ৫৭ টাকার চেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান তুলে দেন। এ সময় এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×