ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের গুণগান

প্রকাশিত: ০৫:০৮, ১ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশের গুণগান

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারানোর পর পুরো ক্রিকেটবিশ্বই বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করেছে। বাংলাদেশের গুণগান গেয়েছে। অস্ট্রেলিয়ান মিডিয়াও প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। মিরপুর টেস্ট হারায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে শুনতে হয়েছে দুয়োধ্বনি। অস্ট্রেলিয়ান মিডিয়া স্মিথদের ধুয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত হতেই বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররা বাংলাদেশকে প্রশংসা করে টুইট করতে থাকেন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কও প্রশংসা করেছেন। মাশরাফি বিন মর্তুজা টুইট করেছেন। তিনি বলেছেন, ‘সম্ভবত তামিম এখন বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনার। তাইজুল বোলিংয়ে দারুণ একজন সঙ্গী। মিরাজও দারুণ। অধিনায়ক মুশফিক এখন আগের থেকে অনেক পরিপক্ব। মাঠে দলকে অনুপ্রেরণা যোগায়। আর সাকিব একজন জীবন্ত কিংবদন্তি। তুমি যখন লড়াই কর সেটা তোমার মতো করে আর কেউ পারে না। তোমার জন্মই হয়েছে ২২ গজের জন্য।’ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ। কখনও ভাবিনি এমন টুইট আমাকে কখনও করতে হবে। তবে এবার কৃতিত্বটা বাংলাদেশকে দিতেই হবে।’ ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকর বলেন, ‘বাংলাদেশের অনুপ্রেরণাদায়ক এক পারফর্মেন্স। টেস্ট ক্রিকেট এখন সমৃদ্ধির পথে।’ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম টুইট করেছেন, ‘বাংলাদেশকে যখন অস্ট্রেলিয়াকে হারাতে দেখি তখন সত্যিই বলতে হয় টেস্টই ক্রিকেটের সত্যিকারের ফরমেট।’ ভারতের আরেক সাবেক মারকুটে ওপেনার বিরেন্দর শেবাগ বলেন, ‘ওয়েল ডান বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারানো সত্যি বড় এক অর্জন।’ বাংলাদেশের প্রশংসা করে টুইট করেছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, ‘দারুণ খেলেছো বাংলাদেশ। ঐতিহাসিক এক টেস্ট জয়। অসাধারণ এক ম্যাচ।’ ভারতের বর্তমান দলের ওপেনার শিখর ধাওয়ান বলেন, ‘টেস্ট ক্রিকেট দুর্দান্ত একটি খেলা। অভিনন্দন বাংলাদেশকে।’ শুধু ক্রিকেট তারকারাই নন, বিশ্ব মিডিয়াও বাংলাদেশের প্রশংসা করেছে। যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ তাদের ‘অস্ট্রেলিয়ার আত্মসমর্পণে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়’ শীর্ষক প্রতিবেদনে লিখেছে, ‘সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথকে যখন সাজঘরে পাঠাল বাংলাদেশ তখনই অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধস নেমেছিল। অন্যদিকে স্বাগতিকরা পাচ্ছিল জয়ের সুবাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে বিখ্যাত জয় তুলে নতুন কীর্তিও গড়লো শেষ পর্যন্ত। বাংলাদেশ মাঠের বাইরে কিংবা ভিতরে; সবখানেই দারুণ সাড়া দিয়েছে।’ ডেইলি মেইল তাদের প্রতিবেদনের শিরোনাম দিয়েছে, ‘এ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার হার, সাকিব আল হাসানের ১০ উইকেট বিখ্যাত এই জয় নিশ্চিত করেছে।’ দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম টাইমস লাইভ লিখেছে, ‘সাকিবের নৈপুণ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ।’ নিউজিল্যান্ডভিত্তিক স্টাফ নিউজ বাংলাদেশের জয় নিয়ে লিখেছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ী বাংলাদেশ হোয়াইটওয়াশ করার স্বপ্নে বিভোর।’ পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম ‘ডন’ বাংলাদেশের বিপক্ষে জয় প্রসঙ্গে লিখেছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়।’ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জিতেছে’ শীর্ষক প্রতিবেদনে বলেছে, ‘প্রথমবারের মতো নিজেদের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারিয়েছে বাংলাদেশ দল। ম্যাচসেরা সাকিব আল হাসান দুই ইনিংসে পাঁচটি করে মোট ১০ উইকেট নিয়েছেন।’ আনন্দবাজার লিখেছে, ‘অস্ট্রেলিয়া বলেই শুধু জয় নয়, জবাবও’। বাংলাদেশের প্রশংসা যেখানে চতুর্দিকে, সেখানে অস্ট্রেলিয়াকে ধুয়ে দিয়েছে মিডিয়া। মেলবোর্ন হেরাল্ড সানের শিরোনাম ছিল এমন, ‘ওভারপেইড প্রাইমা ডোনাজ’। মানে ‘প্রাপ্যের অতিরিক্ত অর্থ পায় যারা’। হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঢাকায় যা ঘটেছে, সেটি ক্রিকেট দুনিয়ার কাছে বিস্ময়কর হলেও প্রাইমা ডোনাজদের কাছে লজ্জার।’ অস্ট্রেলিয়া দলকে উদ্দেশ করে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ‘তোমরা যদি পারিশ্রমিক নিয়ে ধর্মঘটে যাও তাহলে নিশ্চয়ই মাঠের পারফর্মেন্সকে সেটার সপক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন কর। কিন্তু বাংলাদেশের কাছে হার সেটি করছে না।’ দেশটির সর্বাধিক বিক্রীত জাতীয় সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’ও ধুয়ে দিয়েছে স্মিথদের। ‘দ্য অস্ট্রেলিয়ান’ লিখেছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জাতীয় দলের অনুশীলনের নেটের চেয়ে নিজেদের এ্যাসোসিয়েশনে বেশি সময় কাটিয়েছেন। সেই প্রতিবেদনে অবশ্য সাবেক অস্ট্রেলীয় পেসার রডনি হগের অভিমতও প্রকাশ করেছে তারা। তিনি মনে করেন, অস্ট্রেলিয়া একটি ভাল দলের কাছেই হেরেছে। বাংলাদেশ খুবই ভাল দল। উপমহাদেশে অস্ট্রেলিয়ার পারফর্মেন্স খুবই খারাপ। বাংলাদেশের এ জয়ের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক ইয়ান চ্যাপেল। তার মতে, এ হার প্রমাণ করে অস্ট্রেলিয়ার ব্যাটিং এখনও স্মিথ-ওয়ার্নারের ওপর নির্ভরশীল। চ্যাপেলের যুক্তি, ‘ওঁরা (স্মিথ-ওয়ার্নার) আউট হওয়ার পর সেই চিরাচরিত বিপর্যয় ঘটেছে। বাংলাদেশের জন্য এটি ছিল দারুণ এক জয়।’
×