ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কোরবানির বর্জ্য অপসারণে চার হাজার কর্মী

প্রকাশিত: ০৪:২৩, ১ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে কোরবানির বর্জ্য অপসারণে চার হাজার কর্মী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোরবানির ঈদের দিন বিকেল ৫টার মধ্যেই নগরীর বিভিন্ন এলাকা থেকে সব বর্জ্য অপসারণ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার নগরীর জমিয়তুল ফালাহ মাঠে প্রধান ঈদ জামাতের প্যান্ডেল নির্মাণ কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেয়র নাছির জানান, বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত থাকবে চার হাজার কর্মী এবং প্রায় আড়াই শ’ যানবাহন। সার্বিক ব্যবস্থাপনা তিনি নিজেই মনিটরিং করবেন। বিকেল ৩টার দিকে তিনি পরিদর্শনে বের হবেন বিভিন্ন এলাকায়। এছাড়া কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরগণ নিজ নিজ এলাকার কার্যক্রম তদারক করবেন। প্রসঙ্গত, জমিয়তুল ফালাহ জাতীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের প্রধান ঈদ জামাত। এছাড়া কর্পোরেশনের ব্যবস্থাপনায় ১৬১টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
×