ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেড় বছর পর তেহরান ফিরলেন কাতারের রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ আগস্ট ২০১৭

দেড় বছর পর তেহরান ফিরলেন কাতারের রাষ্ট্রদূত

তেহরানে ফিরে এসেছেন ইরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত। দেড় বছরেরও বেশি সময় পর তেহরান ফিরলেন তিনি। ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানস্থ সৌদি দূতাবাসের সামনে উত্তেজিত জনতা বিক্ষোভ করার পর রিয়াদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল কাতার। তেহরানে কাতার দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র ইরানের আধা-সরকারী বার্তা সংস্থা ইসনাকে জানায়, কাতারের রাষ্ট্রদূত আলী বিন আহমাদ আলী আস্্-সুলাইতি শুক্রবার তেহরানে ফিরে আসেন এবং শনিবার থেকে দূতাবাসে নিজের দাফতরিক কাজ শুরু করেন। গত বুধবার ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে কথা বলেন এবং সেখানে কাতারের রাষ্ট্রদূতকে তেহরানে ফেরত পাঠানোর সিদ্ধান্তের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। -ইয়াহু নিউজ
×