ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সম্ভাবনা ফিফটি-ফিফটি মনে করছেন মুশফিক

প্রকাশিত: ০৪:৫৩, ২৭ আগস্ট ২০১৭

সম্ভাবনা ফিফটি-ফিফটি মনে করছেন মুশফিক

মো: মামুন রশীদ ॥ অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশ দলে এখন যে ক্রিকেটাররা খেলছেন তারা কেউ এর আগে পরস্পরের বিরুদ্ধে টেস্ট খেলেননি। তবে ঘরের মাটিতে সিরিজ হওয়ার কারণে বাংলাদেশ দলের প্রত্যাশা অনেক বেশি। সাম্প্রতিক সময়ে নৈপুণ্যের ধারাবাহিকতার কারণে দলের অনেকেরই প্রত্যাশা অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার। অধিনায়ক মুশফিকুর রহীমও জানালেন ২-০ ব্যবধানে জেতা সম্ভব, তবে সেক্ষেত্রে সুযোগ ফিফটি-ফিফটি। ক্রিকেটারদের মধ্যে এখন সেই বিশ্বাস আছে এবং দলের জন্য এমন সাফল্য বয়ে আনার মতো পর্যাপ্ত সম্পদও আছে বলে দাবি করেন তিনি। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুশফিক। প্রধান কোচ চান্দ্রিকা হাতুরাসিংহে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রত্যাশা জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জেতার। গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় এসেছে। এমনকি সর্বশেষ গত মার্চে শ্রীলঙ্কা সফরেও একটি টেস্ট জিতেছে বাংলাদেশ দল। এ কারণেই দলের মধ্যে এখন যে কোন প্রতিপক্ষকে হারানোর বিশ্বাস তৈরি হয়েছে। বাংলাদেশ ফেবারিট কিনা সে বিষয়ে মুশফিক বলেন, ‘বলা একটু কঠিন। যদিও আমাদের হোম কন্ডিশন, ওদের চেয়ে আমাদের অভিজ্ঞতা এখানে বেশি। হতে পারে ওরা এই কন্ডিশনে কম ম্যাচ খেলেছে কিন্তু এখানে কিভাবে খেলতে হবে সেটা ওরা জানে। ভারতে সিরিজ হেরে গেলেও ওরা কিন্তু প্রথম টেস্ট জিতেছিল। আমাদের সবকিছুই বিবেচনায় আছে। আমার মনে হয় এটা দুই দলের জন্য পঞ্চাশ-পঞ্চাশ থাকবে। কারণ এখানে দেখতে হবে আমাদের বোলিং লাইনআপ অনভিজ্ঞ। ওদের অভিজ্ঞ কিছু বোলার আছে, খুব ভাল খেলেছে এমন কিছু ব্যাটসম্যানও ওদের আছে। সেদিক থেকে বলবÑ ভারসাম্য দুই দলেই আছে। আমার মনে হয় মাঠে যারা ভালভাবে প্রয়োগ করতে পারবে ওরাই এগিয়ে থাকবে।’ তবে অন্যরা যখন ২-০ ব্যবধানে জেতার কথা বলছেন মুশফিক তখন বাস্তবিক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করছেন সিরিজটিকে। তিনি বলেন, ‘আপনি যদি খেয়াল করে দেখেন, গত আড়াই বছরে আমাদের যেমন ধারাবাহিক নৈপুণ্য ছিল এটাই কিন্তু আমাদের এখানে নিয়ে এসেছে। বিশ্ব ক্রিকেট আমাদের যেভাবে মূল্যায়ন করছে, এটা কিন্তু একটা দুইটা ম্যাচ জেতার কারণে নয়। বরং ধারাবাহিক পারফর্মের কারণে। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলার আগে হোম কন্ডিশনে কিন্তু আমরা ভাল করেছি। এর ধারাবাহিকতাটা যেন থাকে। যে ফলাফলের কথা বললেন, সেটা সম্ভব।’ এবার সফরে এসে অস্ট্রেলিয়া দল অনুশীলন ম্যাচ খেলতে পারেনি। দুইদিনের প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে হয়নি। এ বিষয়ে মুশফিক বলেন, ‘যদি প্রস্তুতি ম্যাচ খেলতে পারত, আমি মনে করি উইকেট সম্পর্কে আরও অনেক ভাল ধারণা পেতে পারত। ওরা খুব পেশাদার একটি দল। ক্রিকেট খেলা মানেই অবশ্যই জয়ের জন্য খেলা। শেষ সিরিজ এবং শেষ দুই বছরে আমরা হোম কন্ডিশনে কতটুকু ধারাবাহিক ক্রিকেট খেলেছি। আমার মনে হয় সবাই সেই বিশ্বাস থেকেই বলেছে যে সিরিজ জেতা সম্ভব। আমার মনে হয় যারা ভালভাবে প্রয়োগ করতে পারব তারাই ভাল শুরু করতে পারব। আর প্রথম ইনিংসটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’ আবারও বেশ কিছুদিন বিরতি। মার্চের পর এই প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ আর ঘরের মাটিতে নামছে ১০ মাস পর। এ বিষয়ে তিনি বলেন, ‘শেষ খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে। আর হোম কন্ডিশনে এক বছর পর খেলছি। নিশ্চিতভাবেই বলছি এতটাও সহজ হবে না। এ বিশ্বাসটা আমাদের আছে। জয়ের জন্য আমাদের সব বিভাগেই ভাল করতে হবে। মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছি যারা অনেক পেশাদার এবং শক্তিশালী।’ অস্ট্রেলিয়া দলটি বেশ সুসংবদ্ধ। বেশ কয়েকজন ভাল ক্রিকেটার আছেন তাদের দলে। তবে বাংলাদেশের শক্তিমত্তাকেও পিছিয়ে রাখছেন না মুশফিক। তিনি বলেন, ‘আমরা কিন্তু এর আগেও ভাল খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি। এটা একটু ব্যতিক্রমী হতে পারে যে এ দলটির সঙ্গে আমরা প্রথমবারের মতো খেলছি। এ রকম উচ্চশ্রেণীর দলের সঙ্গে খেলার সুযোগ হয় না। আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই যেন ভবিষ্যতে আরও বেশি বেশি খেলার সুযোগ পাই।’ গত কয়েকদিনে সংস্কার করা মিরপুরের উইকেট নিয়ে অনেক আলোচনাই চলছে। এ উইকেটে এখন পর্যন্ত খেলেনি বাংলাদেশ দলও। এ বিষয়ে মুশফিক বলেন, ‘মিরপুরের উইকেট বোঝা কঠিন। কিন্তু আমরা এখানে শেষ পাঁচ-ছয় বছর ধরে অনুশীলন করছি, ম্যাচ খেলেছি। একটু হলেও আমাদের ওদের থেকে ভাল ধারণা আছে। আমরা চেষ্টা করব ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভাল করতে। উপমহাদেশের কথা যদি বলেন, টেস্টে এখানে অসাধারণ রেকর্ড স্টিভেন স্মিথের। আমরা চাইব, ব্যাটিংয়ে ও যেন খুব একটা প্রভাব ফেলতে না পারে। আমাদের বোলারদের যথেষ্ট সামর্থ্য আছে, শুধু স্মিথ না ওদের টপঅর্ডার ব্যাটসম্যানদের দ্রুত ফেরানোর। আমাদের বোলিংয়ে যথেষ্ট রিসোর্স আছে। আমাদের বিশ্বাস আছে আমাদের যে কোন খেলোয়াড় যে কোন সময়ে, সেশনে খেলা ঘুরিয়ে দিতে পারে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার খেলবেন মুশফিকবাহিনী। এ কারণে অনেকে এটাকে ঐতিহাসিক এক মাইলফলকও বলছেন বর্তমান দলের সদস্যদের জন্য। এ বিষয়ে মুশফিক বলেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা অন্যান্য দলের মতো ১০-১২টা করে টেস্ট খেলি না। অনেকদিন পরপর খেলি বলে প্রতিটি ম্যাচ আমাদের জন্য ঐতিহাসিক হয়ে যায়।’
×