ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণি

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ আগস্ট ২০১৭

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণি

(পূর্ব প্রকাশের পর) ২০। ঈশ্বর কোথায় অবস্থান করেন ? (ক) আকাশে (খ) বাতাসে (গ) সৃষ্টির মধ্যে (ঘ) সৃষ্টির বাইরে । ২১। সনাতন ধর্ম বা হিন্দুধর্ম অনুসারে ¯্রষ্টাকে যে নামে অবহিত করা হয়- (র) ব্রক্ষ্মা (রর) ভগবান (ররর) ঈশ্বর নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২২। কে সৃষ্টি, স্থিতি ও লয় করেন ? (ক) ঈশ্বর (খ) দুর্গা (গ) মহাদেব (ঘ) বিষ্ণু। ২৩। বিষ্ণুর তৃতীয় অবতার কোনটি ? (ক) বামন (খ) রাম (গ) নরসিংহ (ঘ) বলরাম। ২৪। দেব-দেবী ঈশ্বরের কেমন রূপ ? (ক) অধিকার (খ) নিরাকার (গ) সাকার (ঘ) সুন্দর। ২৫। জীব ও জড় বস্তু কিসের মধ্যে আবদ্ধ ? (ক) শৃঙ্খলা (খ) বিশৃঙ্খলা (গ) নৈতিকতা (ঘ) লৌকিক বিধান। ২৬। বিষ্ণুকে পরমানন্দ বলা হয় কেন ? (ক) পালন করেন বলে (খ) ডাক নাম পরমানন্দ বলে (গ) পরমানন্দ তার উপাধি (ঘ) সবসময় আনন্দে থাকেন বলে। ২৭। প্রতীক শব্দের অর্থ কী ? (ক) আকার (খ) নিরাকার (গ) অস্তিত্ব (ঘ) সাকার। ২৮। ন¤্র ও বিনয়ী দেবতা কে ? (ক) বিষ্ণু (খ) কার্তিক (গ) গণেশ (ঘ) শিব। ২৯। মোক্ষ অর্থ কী? (ক) চিরমুক্তি (খ) সান্নিধ্য (গ) আরাধনা (ঘ) পুন্য। ৩০। কোনটি মানুষের মানসিক অবস্থার উন্নতি ও মনের দৃঢ়তা বৃদ্ধি করে ? (ক) শিক্ষা (খ) টাকা-পয়সা (গ) উপাসনা (ঘ) ধ্যান। উত্তর ঃ ২০(গ), ২১ (ঘ), ২২ (ক), ২৩(খ), ২৪ (গ), ২৫ (ক), ২৬(ঘ), ২৭(ক), ২৮(খ), ২৯(ক), ৩০(গ)।
×