ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেক্সিকোতে অনুসন্ধানী সাংবাদিক হত্যার তদন্ত শুরু

প্রকাশিত: ০৪:১৭, ২৬ আগস্ট ২০১৭

মেক্সিকোতে অনুসন্ধানী সাংবাদিক হত্যার তদন্ত শুরু

মেক্সিকোতে ক্যান্ডিডো রিয়োস নামে এক অনুসন্ধানী সাংবাদিক হত্যাকে কেন্দ্র করে এক রাজনীতিবিদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সে দেশের সরকারী কৌঁসুলিরা তদন্ত শুরু করেছেন। এএফপি। রিয়োসকে হত্যার প্রতিবাদে সমবেত সাংবাদিকরা একে সংবাদমাধ্যমের বিরুদ্ধে সহিংসতার ধারাবাহিক প্রকাশ বলে বর্ণনা করেন। নির্ভীক সাংবাদিক ক্যান্ডিডো রিয়োসের জীবনের ওপর হুমকি থাকায় তাকে সরকারী নিরাপত্তা দেয়া হয়েছিল। তা সত্ত্বেও ভেরাক্রুজ রাজ্যে তাকে গুলি করে হত্যা করা হয়। ২০০০ সাল থেকে এ পর্যন্ত মেক্সিকোতে শতাধিক সাংবাদিক নিহত হন। রিয়োস হলেন তার সর্বশেষ শিকার। গণমাধ্যমের জন্য দেশটিকে সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়। রিয়োসকে সাংবাদিকতা পেশার জন্য প্রাণ দিতে হয়েছে বলে রাষ্ট্রপক্ষ প্রাথমিকভাবে অস্বীকার করায় তারা সমালোচনার মুখে পড়ে।
×