ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-ম্যাক কনেল পরস্পরকে সহযোগিতা করতে চান

প্রকাশিত: ০৪:১৬, ২৬ আগস্ট ২০১৭

ট্রাম্প-ম্যাক কনেল পরস্পরকে সহযোগিতা করতে চান

কয়েক সপ্তাহের বিবাদের পর পরস্পরকে সহযোগিতার ভিত্তিতে এগোনোর ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল। হেলথকেয়ার বিল পাসে ব্যর্থতাসহ বিভিন্ন বিষয়ে সিনেট লিডারের প্রতি ট্রাম্পের বার বার বাক আক্রমণের প্রেক্ষাপটে দুই রিপাবলিকানের সম্পর্কের অবনতি হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর বুধবার হোয়াইট হাউস ও ম্যাককনেল বিবৃতি পাঠান। খবর ওয়েবসাইটের। মধ্যবিত্তের কর ছাড়, সামরিক বাহিনীকে শক্তিশালীকরণ, সীমান্ত দেওয়াল নির্মাণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সহ অভিন্ন লক্ষ্য অর্জনে ট্রাম্প ও ম্যাককনেল ‘একই অবস্থানে’ আছেন বলে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে। আগস্ট অবকাশের পর তারা পূর্ব নির্ধারিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন বলেও এতে বলা হয়। অপরদিকে এক বিবৃতিতে ম্যাককনেল বলেছেন, ‘প্রেসিডেন্ট ও আমি এবং আমাদের টিমগুলো আমাদের অভিন্ন লক্ষ্য নিয়ে নিয়মিত যোগাযোগের মধ্যে আছি।’ ম্যাককনেল ও ট্রাম্প রাজনৈতিক ‘স্নায়ুযুদ্ধে’ জড়িয়ে পড়েছেন বলে মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়। গত ৯ আগস্ট নিউ জার্সিতে নিজের গলফ ক্লাব থেকে ম্যাককনেলকে ফোন করে হেলথকেয়ার বিল আটকে থাকার জন্য তাকে দায়ী করেন।
×