ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪১, ২৫ আগস্ট ২০১৭

টুকরো খবর

২০০ বস্তা সার জব্দ ॥ আটক ২ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৪ আগস্ট ॥ সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার ইউরিয়া সার পাচারের সময় পুলিশ সার কারখানার ১ নম্বর জেটি ঘাট থেকে বুধবার রাত আটটার দিকে ২০০ বস্তা দানাদার ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক আটক করেছে। এ সময় ট্রাকের চালক আনিস ও সারক্রেতা সিরাজগঞ্জের খলিলকে আটক করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা গেছে, যমুনা সারকারখানার ইউরিয়া সার পরিবেশক মেসার্স বেলাল হোসেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম মানিকের নামে বরাদ্দের ২০০ বস্তা দানাদার ইউরিয়া সার যমুনা সার কারখানা থেকে পাচারের উদ্দেশে বুধবার রাত আটটার দিকে সার কারখানার ১ নম্বর জেটি ঘাটে নেয়া হয়। স্থানীয়রা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক দেখে সন্দেহ হলে তা আটক করে পুলিশকে খবর দেয়। পরে তারাকান্দি তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সারগুলো আটক করে। এ সময় সারবোঝাই ট্রাকের চালক সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা গ্রামের আনিস ও সারক্রেতা সিরাজগঞ্জ জেলার বনবাড়িয়া গ্রামের খলিলকে আটক করা হয়। আটক খলিলের বাবার নাম আব্দুল গনি। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে আটক দু’জন পুলিশকে জানিয়েছে, ইউরিয়া সার পরিবেশক আশরাফুল ইসলাম মানিক তার নির্ধারিত এলাকা পৌগলদিঘা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাইরে চড়াদামে বিক্রির জন্য সারগুলো চোরাই পথে অন্য এলাকায় পাচার করছিল। বেড়িবাঁধে জরুরী প্রটেকশন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৪ আগস্ট ॥ সাগরের অস্বাভাবিক জোয়ারের উত্তাল ঢেউয়ে কুয়াকাটার ভাঙ্গনকবলিত চরম ঝুঁকিপূর্ণ চারটি স্পটের প্রায় পাঁচ শ’ ফুট বেড়িবাঁধ রক্ষায় জিও টেক্সটাইল ব্যাগ দিয়ে জরুরী প্রটেকশন দেয়া হয়েছে। সাগরের অব্যাহত ভাঙ্গনের কবল থেকে বেড়িবাঁধের অভ্যন্তরের মানুষ ও তাদের সম্পদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড এমন উদ্যোগ নিয়েছে। ৪৮ নম্বর পোল্ডারের মিরাবাড়ির দুটি, মাঝিবাড়ি ও খাজুরার ভাঙ্গনকবলিত স্পটগুলোতে ভাঙ্গনরোধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এজন্য রাজস্ব খাত থেকে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয় হতে পারে। ভাঙ্গনে ওই সব এলাকায় বেড়িবাঁধের রিভার সাইটের সেøাপসহ মূল বাঁধের টপ পর্যন্ত উত্তাল ঢেউয়ে ব্যাপক ক্ষতির শিকার হয়। জরুরী প্রটেকশন না দিলে এ বছরই বাঁধ ভেঙ্গে গোটা কুয়াকাটা পৌর শহরসহ লতাচাপলী ইউনিয়ন প্লাবিত হওয়ার শঙ্কা ছিল। ইয়াবাসহ দম্পতি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৪ আগস্ট ॥ সদর থানা পুলিশ বুধবার সন্ধ্যায় জামালপুর শহরের শহীদ হারুন সড়কের মুসলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা দম্পতি ইলিয়াস ও মেঘলা ওরফে বিউটিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১০১টি ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতারের পর তাদের সদর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করে তাদের জামালপুর আদালতের সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। জানা গেছে, বুধবার রাত আটটার দিকে জামালপুর শহরের শহীদ হারুন সড়কের মুসলিমাবাদে মেঘলা ওরফে বিউটির বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মেঘলা এবং তার স্বামী ইলিয়াসকে গ্রেফতার করা হয়। পরে তাদের ঘরে তল্লাশি চালিয়ে ওয়্যারড্রবের ওপর রাখা চশমার খাপের ভেতর থেকে ১০১টি ইয়াবা জব্দ করা হয়। ইলিয়াসের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কাছারিপাড়ায়। হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টানা ২২ ঘণ্টা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন রামু জোয়ারিয়ানালায় দুর্বৃত্তের হামলায় আহত কলেজছাত্র এনামুল হক। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। জোয়ারিয়ানালা নন্দাখালী মুরাপাড়ার হাশেমের ছেলে এনাম কক্সবাজার সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। জানা গেছে, বুধবার সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে জোয়ারিয়ানালা স্টেশনে আসার পথে অতর্কিত দুর্বৃত্তের হামলায় এনামুলের মাথা ও শরীরে গুরুতর জখম হয়। হামলাকারীরা তার কাছ থেকে টাকা, দুটি মোবাইল, পাসপোর্ট ও বিমানের টিকেট ছিনিয়ে নেয়। মোটরসাইকেলটিও ভাংচুর করে। তাকে প্রথমে রামু, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলেজছাত্র এনামুল হকের (২২) অবস্থার অবনতি হলে একটি ক্লিনিকে আইসিইউতে রাখা হয়। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় মারা যান তিনি। চার মাদক বিক্রেতার সাজা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক বিক্রেতাকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকার নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে এই সাজা দেয়া হয়। বিনাশ্রম দ-প্রাপ্তরা হলো শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার জালাল আহামদের পুত্র রশিদ আহমদ ৬ মাস, পেকুয়া ফাসিয়াখালী কুতুবপাড়ার নাছির উদ্দিনের পুত্র শফিউল আলম ১ মাস, উখিয়া পূর্ব রতœাপালং মনমোহন বড়ুয়ার পুত্র খোকন বড়ুয়া ১ মাস ও কক্সবাজার সদর ইসলামপুর কৈলাশঘোনার মৃত নুরুল আলমের পুত্র শাহিন মোর্শেদ ২ মাস। এছাড়া মাদক মজুদের অন্যতম কেন্দ্র ডিভাইন ইকো রিসোর্টের সহকারী ব্যবস্থাপক নাদিম হোসেন হাওলাদার পালিয়ে গেলেও মাদক সেবনের অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। স্কুলের দ্বন্দ্বে এসিড নিক্ষেপ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গাবতলীর এক গ্রামে বুধবার রাতে প্রাথমিক স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনী দ্বন্দ্বে এক ব্যক্তি এসিড দগ্ধ হয়েছেন। তার নাম শামসুল হক। তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায় গাবতলীর মহিষাবান দড়িসোনাকানিয়া গ্রামের সরকারী প্রাথমিক স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুইটি পক্ষের ঝগড়ার সৃষ্টি হয়। কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে বাগ্বিত-া ও ঝগড়া বিবাদ চলছিল। একটি পক্ষ ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের সুযোগ নেয়। বুধবার রাতে গ্রামের কৃষক শামসুল হক একটি দোকানের সমানে দাঁড়িয়ে কেনাকাটা করছিলেন। এ সময় তার ওপর এসিড নিক্ষেপ করা হয়। এতে শাসুল হকের পিঠ ঝলসে দগ্ধ যায়। রাবিতে ককটেল বিস্ফোরণ রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মধ্যরাতে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকা ও মাদার বখ্শ হলের ছাদে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল ও মহড়া দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হল সূত্র জানায়, বুধবার রাত ২টার দিকে ছাত্রলীগ নেতাদের কক্ষসংলগ্ন হলের পশ্চিম পাশের ছাদ থেকে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে পার্শ¦বর্তী চার হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে হলের বিভিন্ন ব্লকে মহড়া দেন। মহড়া শেষে ক্যাম্পাসে মিছিল করে তারা। ল্যাপটপ টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ছিনতাইকারীরা শহরের প্রধান সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম শারেকের ল্যাপটপ, মোবাইল ও মানি ব্যাগসহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে (ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে) ছিনতাইকারীরা টমটমের সামনে সিএনজি টেক্সি (মাহিন্দ্রা) দিয়ে রাস্তা ব্লক করে ছিনিয়ে নিয়েছে এসব মাল। পার্বতীপুরে শিক্ষক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৪ আগস্ট ॥ পার্বতীপুর তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসায় শিক্ষক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, এই মাদ্রাসার বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক সামসুদ্দোহা দুলু প্রতিষ্ঠানে ২ বছর ধরে অবৈধভাবে কোচিং চালিয়ে আসছেন। এখানেই অষ্টম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন। কোচিং চলাকালীন তার নোংরামি ছাত্রীদের চোখে পড়লে ঘটনাটি ফাঁস হয়ে পড়ে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষকম-লী ও ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে ২৩ আগস্ট দুপুরে জরুরী মিটিং ডাকেন। সভায় প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। আজ বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে। ইতোমধ্যেই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আঃ রশিদকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। কৃষকের মাঝে আমন চারা বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত নীলফামারীর কৃষকের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সরকারীভাবে বিনামূল্যে লেট ভ্যারাইটি বীনাসাইল জাতের আমন ধানের চারা বিতরণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মশিউর রহমান ডিগ্রী কলেজ মাঠে ছয় শ’ কৃষকদের মাঝে এই চারা বিতরণের আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এ সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে এবারের বন্যা ভয়াবহ আকার ধারণ করেছিল। আমার ৭০ বছর বয়সে এ ধরনের বন্যা দেখিনি। বন্যা প্রবণ এলাকা না হওয়ায় এ অঞ্চলের মানুষের বন্যা মোকাবেলায় তেমন প্রস্তুতি থাকে না, এ কারণে ক্ষতি হয়েছে ব্যাপক। ভবিষ্যতে বন্যা মোকাবেলার প্রস্তুত থাকতে হবে আমাদের। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে ওই চারা বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান, কৃষি মন্ত্রণালয়ের বীজ উয়িংয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ আশ্রাফ উদ্দীন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। ৪৮ হাজার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের ইসলামপুর ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার ও তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ও বিজিবি সদস্যরা। বুধবার রাতে সদরের ইসলামপুর ও টেকনাফের হারিয়াখালী এলাকায় এসব অভিযান চালানো হয়। র‌্যাব-৭ এর নেতৃত্বে ইয়াবা বিক্রয়ের পোকখালীর ইশরাফ, রেজাউল করিম ও ইসলামপুর নাপিতখালীর শাহাবুদ্দিনকে আটক করা হয়েছে। এদিকে টেকনাফের সাবরাং বিওপির বিজিবি জওয়ানরা হারিয়াখালীতে পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় হারিয়াখালীর হেলাল উদ্দিন, শাহজাহান হোসেন, আব্দুল্লাহ ও আব্দুল্লাহকে পলাতক আসামি করে মামলা দিয়েছে বিজিবি। জামায়াতের দুই নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৪ আগস্ট ॥ রংপুর মহানগর জামায়াতের আমির মাহবুবুর রহমান বেলালসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর বিভিন্ন স্থানে চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে নাশকতাসহ থানায় একাধিক মামলা রয়েছে। কোতোয়ালি থানার ওসি জানান, বিশৃঙ্খলা সৃষ্টিসহ নানা ধরনের নাশকতার সঙ্গে জড়িত ছিলেন ওই দু’জন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মহানগর জামায়াতের আমির মাহবুবুর রহমান বেলাল এবং মহানগরের অন্যতম নেতা শফিকুল ইসলাম শফি। ফেনসিডিল বোঝাই কার জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে ফেনসিডিল বোঝাই একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নাচোল-আমনূরা সড়কের জৈটাবটতলা থেকে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেয়া হয়। কারের ভেতর পাওয়া গেছে ৪৮০ বোতল ফেনসিডিল। গোদাগাড়ী থানার ওসি জানান, সকাল ৭টার দিকে থানা পুলিশের একটি দল জৈটাবটতলায় সড়কে টহল দিচ্ছিল। এ সময় ওই পথ দিয়ে আসছিল একটি প্রাইভেটকার। সামনে পুলিশ দেখে চালক কিছুটা দূরে প্রাইভেটকার থামিয়ে নেমেই দৌড় দেয়। এ সময় পুলিশও তাকে কিছুক্ষণ ধাওয়া করে। তবে সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিলগুলো সিটের নিচে বক্সের ভেতর রেখে অভিনব কায়দায় পাচার করা হচ্ছিল। তরুণীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গলায় ফাঁস লাগিয়ে এক তরুণী আত্মহত্যা করেছে। তার নাম আয়েশা আক্তার (১৭)। বৃহস্পতিবার সকালে হালিশহর আনন্দবাজার এলাকায় নিজ বাসায় আয়েশা আক্তার আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সকালে এ ঘটনার পর তাকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশিক হত্যাকারীদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ আগস্ট ॥ গুরুদাসপুরে আশিক হোসেনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বহস্পতিবার দুপুরে গুরুদাসপুর থানা মোড় এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাহিদা আক্তার মিতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান এক্য পরিষদের সভাপতি বিমল কু-ুসহ নিহতের পরিবারের সদস্যরা।
×