ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগের মূলপর্বে লিভারপুল

প্রকাশিত: ০৪:৫৯, ২৫ আগস্ট ২০১৭

চ্যাম্পিয়ন্স লীগের মূলপর্বে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপ সেরার লড়াইয়ের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লিভারপুল। বুধবার হফেনহেইমকে ৪-২ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা। দুই লেগ মিলিয়ে জার্মান প্রতিপক্ষের বিপক্ষে ইংলিশ জায়ান্টদের জয়টা ৬-৩ গোলের বড় ব্যবধানে। বুধবার এ্যানফিল্ডে খেলার ১০ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন এমরি ক্যান। ১৮ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। তিন মিনিট পরই ‘অলরেড’দের ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এমরি ক্যান। ২৮ মিনিটে হফেনহেইমের হয়ে ব্যবধান কমান মার্ক উথ। ৬৩ মিনিটে ব্যবধান ৪-১ করেন রবার্তো ফিরমিনো। আর ৭৯ মিনিটে সান্ত¡নাসূচক আরেক গোল শোধ দেন স্যান্দ্রো ওয়াগনার। ম্যাচ শেষে হফেনহেইমের কোচ জুলিয়ান নাগেলম্যান কড়া সমালোচনা করেছেন নিজ দলের। তিনি বলেন, লিভারপুলের বিপক্ষে আমার দল ‘মাথা ছাড়া মুরগির’ মতো খেলেছে। এদিকে লিভারপুল ছাড়াও মূলপর্বে খেলা নিশ্চিত করেছে সিএসকেএ মস্কো, স্পোর্টিং লিসবন ও এ্যাপোয়েল নিকোশিয়া। গত কয়েক মৌসুম ধরেই লিভারপুলের প্রাণভোমরা হয়ে উঠেছেন ফিলিপ কুটিনহো। যাকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা। কয়েকদিন আগেই কাতালানদের তৃতীয় প্রস্তাব ফিরিয়ে দেয় লিভারপুল। এবার ব্রাজিলিয়ান উইঙ্গারকে ন্যুক্যাম্পে আনার জন্য বুধবার চতুর্থ বিড করেছে বার্সিলোনা। যেখানে কুটিনহোর জন্য ১৩৮ মিলিয়ন পাউন্ড প্রস্তাব করে বার্সা। যদিওবা লিভারপুলের কোচ জার্গেন ক্লপ বলছেন, এখনও কুটিনহোকে ছাড়ার মতো শতভাগ পরিস্থিতি তৈরি হয়নি। যে কুটিনহোর মূল্য আজ ১৩৮ মিলিয়ন পাউন্ড জানেন কী চার বছর আগে তার মূল্য ছিল কত? এই তথ্যটা চমকে উঠার মতোই। ২০১৩ সালে মাত্র ৮.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার মিলান থেকে এ্যানফিল্ডে যোগ দিয়েছিলেন ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। কিন্তু গত কয়েক মৌসুমে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েই ইউরোপের শীর্ষসারির ক্লাবগুলোর হৃদয় জয় করে নেন তিনি।
×