ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি শুরু

প্রকাশিত: ০৬:০৭, ২৩ আগস্ট ২০১৭

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ভারতে বন্যার কারণে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। তবে এ সময় বন্দর দিয়ে অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক ছিল। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, ভারতে বন্যায় সে দেশের গঙ্গারামপুরে একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পণ্যবাহী ট্রাক চলাচল করতে না পারায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি বন্ধ হয়ে যায়। দেশের বাজারে প্রথম স্মার্ট ফ্রিজ আনল ওয়ালটন অর্থনৈতিক রিপোর্টার ॥ ফ্রিজ কতটুকু বিদ্যুত খাচ্ছে? বিল কত? ভোলেজ লো না হাই? ফ্রিজ বা এর কম্পেসার চলছে না বন্ধ? এসব প্রশ্নের উত্তর দেবে স্মার্ট রেফ্রিজারেটর। দেশের বাজারে প্রথমবারের মতো স্মার্ট রেফ্রিজারেটর নিয়ে এলো বাংলাদেশের ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। যাকে বলা হচ্ছে আইওটি (ইন্টারনেট অব থিংঙ্গস) বেজড স্মার্ট রেফ্রিজারেটর। স্থানীয় বাজারে এই স্মার্ট ফ্রিজের বাজারজাতকরণ উপলক্ষে ইন্ট্রোডিউসিং বা পরিচিতি অনুষ্ঠান করেছে ওয়ালটন। মঙ্গলবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে স্মার্ট ফ্রিজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার।
×