ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ ভক্তদের জয় উপহার দিয়ে বিদায় ফারাহর

প্রকাশিত: ০৫:২১, ২২ আগস্ট ২০১৭

ব্রিটিশ ভক্তদের জয় উপহার দিয়ে বিদায় ফারাহর

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র সপ্তাহখানেক আগেই হতাশার পরাজয় বরণ করেছিলেন। ক্যারিয়ারের শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপস আসরের শেষ রেসে হেরে যান কিংবদন্তি দূরপাল্লার দৌড়বিদ মো ফারাহ। নিজ দেশের মাটিতে এমন একটি সমাপ্তি চায়নি বিশ্বের কেউ। আর ব্রিটিশদের জন্য তো ছিল সেটা বিশাল এক ধাক্কা। অবশেষে ব্রিটিশ ভক্ত-সমর্থকদের সেই দুঃখটা ঘুচালেন ৩৪ বছর বয়সী ফারাহ। ক্যারিয়ারের শেষ দূরপাল্লার দৌড়ে তিনি বার্মিংহামে ট্র্যাকে ডায়মন্ড লীগ মিটে নেমেছিলেন ৩০০০ মিটারে। সেখানে তিনি উদ্ভাসিত জয় তুলে নিয়েছেন। আর লন্ডনের মাটিতে দেখা যাবে না ফারাহকে। আগামী সপ্তাহে জুরিখ ডায়মন্ড লীগ মিটে অংশ নেয়ার পর পুরোপুরিই অবসরে যাবেন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের দূরপাল্লার দৌড় থেকে। আপাতত ইংল্যান্ডের মানুষকে আনন্দের দিন উপহার দিয়ে সুখস্মৃতি নিয়েই বিদায় নিলেন সোমালিয়া বংশোদ্ভূত এ ব্রিটিশ দৌড়বিদ। তবে আগামী বছর থেকে শুধুমাত্র ম্যারাথন আর রোড রেসে থাকবেন তিনি। অপরদিকে, অলিম্পিক ডাবলজয়ী জ্যামাইকার এলেইন টমসন এবার বিশ্ব আসরে ডাবল ব্যর্থতা দেখালেও মেয়েদের ১০০ মিটারে জিতেছেন আবার। শেষের পথে হাঁটছেন এখন মো ফারাহ। এবারই ক্যারিয়ারের শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপসে অংশ নিয়েছেন তিনি। তবে ২০১১ সালে ১০০০০ মিটারে পরাজয় দিয়ে শুরু করা এ সোমলিয়া বংশোদ্ভূত ব্রিটিশ দৌড়বিদ শেষ করেছেন ৫০০০ মিটারে হার দিয়ে। মাত্রই গত সপ্তাহের ঘটনা সেটি। নিজ দেশের ভক্ত-সমর্থকদের জয় উপহার দিতে পারেননি। এবার লন্ডনের মানুষকে বিজয় আনন্দে ভাসাতে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে শেষবারের মতো নামেন বার্মিংহাম ডায়মন্ড লীগ মিটে। দূরত্বটা অবশ্য আরেকটু ছোট, ৩০০০ মিটারের। অবশ্য, ফারাহর বিদায়ী রেস হলেও সব টিকেট বিক্রি হয়নি এদিন। যারা এসেছিলেন তাদের সামনে তিনি জিতেছেন ৭ মিনিট ৩৮.৬৪ সেকেন্ড সময় নিয়ে।
×