ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা পাঁচ জয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ০৬:২১, ২১ আগস্ট ২০১৭

টানা পাঁচ জয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে চট্টগ্রাম আবাহনী। ‘সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে টানা পাঁচ জয় তুলে নিয়েছে বন্দরনগরীর দলটি। রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চমক জাগানো দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। আসরের বর্তমান রানার্সআপদের হয়ে গোল দু’টি করেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ ও মিডফিল্ডার মোঃ জাহিদ হোসেন। আগে থেকেই পয়েন্ট তালিকার শীর্ষে ছিল চট্টগ্রাম আবাহনী। এটি তাদের টানা পঞ্চম জয়। আর ভা-ারে জমা হলো সর্বোচ্চ পয়েন্ট ১৫। পাঁচ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ৭। কামাল বাবুর দল চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে। এবার মৌসুমের শুরু থেকেই দারুণ খেলে চলেছেন তৌহিদুল আলম সবুজ। এই ম্যাচেও তিনি আলো ছড়ান। আর এবারের লীগে প্রথম গোল পেয়েছেন জাহিদ হোসেন। এ দু’জনের গোলে সহজেই রহমতগঞ্জকে হারিয়েছে বন্দরনগরীর দল। ম্যাচের শুরু থেকেই রহমতগঞ্জের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আবাহনী। তবে ম্যাচের অষ্টম মিনিটে প্রথম ভাল আক্রমণ শানায় রহমতগঞ্জই। কিন্তু মোহাম্মদ ইলিয়াসের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ২২ মিনিটে এলিসন উডোকার হেড ক্রসবার উঁচিয়ে গেলে হতাশ হতে হয় চট্টগ্রাম আবাহনীকে। সাত মিনিট পর রহমতগঞ্জের সাদ্দাম হোসেন এ্যানির হেড ফিস্ট করে ফেরান আশরাফুল ইসলাম রানা। প্রমার্ধের শেষদিকে এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। ৪৩ মিনিটে ডানদিক থেকে জাহিদের বাড়ানো ক্রস ?দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিখুঁত প্লেসিং শটে জালে জড়ান সবুজ। লীগের সর্বোচ্চ গোলদাতার গোল হলো ৫টি। বিরতির পর চট্টগ্রাম আবাহনীর খেলায় গতি থাকলেও ব্যবধান বাড়িয়ে নিতে পারছিল না তারা। ৬১ মিনিটে জাহিদের কাটব্যাকে গোলমুখে থাকা মোহাম্মদ আব্দুল্লাহ শট নিতে ব্যর্থ হন। ৭১ মিনিটে জাহিদের বাড়ানো বল ডি বক্সের মধ্যে শরিফুল ইসলাম সজীব হাত দিয়ে ফেরালে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। পরের মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেননি জাতীয় দলের ফরোয়ার্ড জাহিদ। বাকি সময়ে ম্যাচে ফিরতে বেশ চেষ্টা করে রহমতগঞ্জ। কিন্তু কামাল বাবুর ছেলেরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। উল্টো ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল চট্টগ্রাম আবাহনীর। কিন্তু তারাও সেটা কাজে লাগাতে ব্যর্থ হন। আসরের বর্তমান রানার্সআপরা এবার শিরোপার লক্ষ্যে মিশন শুরু করেছে। এ লক্ষ্যে টানা পাঁচ ম্যাচ জিতে উড়ছেন সবুজ-জাহিদরা। গত আসরে ঢাকা আবাহনীর সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বীতা করেও শেষ পর্যন্ত পারেনি চট্টগ্রামের দলটি। তবে এবার শুরু থেকেই তাক লাগানো পারফরমেন্স প্রদর্শন করে চলেছে তারা। পক্ষান্তরে ঢাকা আবাহনীর অবস্থা খুব একটা সুখকর নয়। রবিবারের ম্যাচের আগে চারটির মধ্যে দু’টিতেই পয়েন্ট খুইয়েছে তারা। তাছাড়া এবার আবারও ঘুরে দাঁড়িয়েছে লীগের সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি। এবার তাই লীগের শিরোপা লড়াই জমজমাট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
×