ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শীর্ষে ওঠা নাদালের হতাশার হার

প্রকাশিত: ০৫:৩৯, ২০ আগস্ট ২০১৭

শীর্ষে ওঠা নাদালের হতাশার হার

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিক তিন বছর আগে বিশ্বের এক নম্বর ছিলেন। তারপর থেকে আর শীর্ষে ওঠা হয়নি রাফায়েল নাদালের। এর কারণ হিসেবে সিংহভাগ জুড়েই ছিল কয়েক দফা বড় রকমের ইনজুরি। তবে চলতি বছর ফেরার পর থেকেই ফর্মের তুঙ্গে আছেন এ স্প্যানিশ তারকা। সেটার পুরস্কার চলমান সিনসিনাতি মাস্টার্সেই পেয়েছেন। নিশ্চিত হয়ে গেছে আবার বিশ্বের এক নম্বর হওয়া। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে আবার বিষাদময় অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শুক্রবার একইদিনে তৃতীয় রাউন্ডের ম্যাচ এবং কোয়ার্টার ফাইনাল খেলেছেন। তৃতীয় রাউন্ডে জিতলেও শেষ আটে হেরে যান তিনি অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের কাছে। বছরের শেষ গ্র্যান্ডসøাম আসর ইউএস ওপেনের আগে সিনসিনাতিতে টেনিস তারকাদের শেষ প্রস্তুতি চলছে। এবারের এ টুর্নামেন্টে সবচেয়ে বড় পুরস্কারটা জুটেছে নাদালের কপালে। ২০১৪ সালের জুলাই মাসের পর আবার তিনি পুরুষ এককে বিশ্বের এক নম্বর হওয়া নিশ্চিত করেছেন।
×