ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের ওপর হামলা॥ আহত ১০

প্রকাশিত: ০৪:১০, ২০ আগস্ট ২০১৭

শরীয়তপুরে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের ওপর হামলা॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৯ আগস্ট ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে জাজিরা উপজেলা সদরে অবস্থিত জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় ফকিরকান্দি এলাকাবাসীর হামলায় ৫ শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় উক্ত বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র জিহাদ ও পথচারী সালামকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্য আহতরা হলো ৮ম শ্রেণীর শিক্ষার্থী নয়ন, ১০ম শ্রেণীর হৃদয়, রনি, সজীব, হোটেল কর্মচারী শরীফ, পথচারী গনি মুন্সী ও শামছু মুন্সী। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে ফকিরকান্দি গ্রামের এক ছেলের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ফকিরকান্দি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্যালয়ের পশ্চিম পাশের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম নুরুল হক বলেন, আমরা অফিসে ছিলাম, বাইরের থেকে কে বা কারা এসে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে তা দেখিনি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
×