ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পালিয়ে বেড়াচ্ছে দরিদ্র পরিবার

বিশ হাজার টাকা সুদাসলে এক বছরে ৪ লাখ

প্রকাশিত: ০৪:০৯, ২০ আগস্ট ২০১৭

বিশ হাজার টাকা সুদাসলে এক বছরে ৪ লাখ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ আগস্ট ॥ বিশ হাজার টাকায় সুদ ৪ লাখ টাকা! আর এই টাকা পরিশোধ করতে না পারায় একটি হতদরিদ্র পরিবার প্রায় দুই মাস ধরে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াছেন। অভিযোগ রয়েছে, বাউফলের বগা ইউপির সাবপুরা গ্রামের অমল চন্দ্র শীল ও তার ভাই শংকর চন্দ্র শীল বছর খানেক আগে একই গ্রামের সাইদুল মাতুব্বরের কাছ থেকে সুদে ২০ হাজার আনেন। এই টাকা দিয়ে তারা বালিয়া বাজারে একটি সেলুনের দোকান দেন। ৬ মাস পর সুদে আসলে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও অনটনের কারণে তা পরিশোধ করা সম্ভব হয়নি। এ জন্য সাইদুল মাতুব্বর অমল চন্দ্র শীল ও তার ভাই শংকর চন্দ্র শীলকে কয়েক দফা মারধরও করেন। গত দুই মাস আগে সাইদুল মাতুব্বর অমল চন্দ্র শীল ও তার ভাই কাছে ওই ২০ হাজার টাকায় সুদে আসলে ৪ লাখ টাকা দাবি করেন এবং এই টাকা ৭ দিনের মধ্যে পরিশোধের জন্য সময় বেঁধে দেন। অমল চন্দ্র শীল শুক্রবার বিকেলে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে জানান, সুদ আসল মিলিয়ে সাইদুলকে তারা ৫০ হাজার টাকার উপরে দিয়েছেন। বাকি টাকা না দিলে তার স্ত্রীকে যৌন হয়রানি করা হবে বলে হুমকি দেয়ার পর, ভয়ে বাড়ি ঘর ছেড়ে স্ত্রী-সন্তান নিয়ে অনত্র পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় লোকজন জানান, বর্তমানে অমল চন্দ্র শীলের ঘর তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বালিয়া বাজারে তার সেলুনটি সাইদুল মাতুব্বর এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে সাইদুল মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অমল চন্দ্র শীল ও তার ভাই শংকর চন্দ্র শীল এক মাসের কথা বলে আমার কাছ থেকে ২০ হাজার টাকা ধার হিসাবে নিয়েছেন। কিন্তু এক বছর অতিবাহিত হলেও ওই টাকা পরিশোধ করেননি। টাকা চাওয়ায় কারণে তারা আমার বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ করছেন।
×