ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে ভারতের সেনাবাহিনী পেল অত্যাধুনিক হেলিকপ্টার

প্রকাশিত: ০৬:২২, ১৯ আগস্ট ২০১৭

অবশেষে ভারতের সেনাবাহিনী পেল অত্যাধুনিক হেলিকপ্টার

ভারতের সেনাবাহিনীকে স্ট্রিংগার ক্ষেপণাস্ত্র ও হেলফায়ার সজ্জিত ছয়টি অত্যাধুনিক এ্যাপাচি হেলিকপ্টার দেয়া হবে। সব মিলিয়ে এর দাম পড়বে চার হাজার একশ’ ৬৮ কোটি রুপী। প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার হেলিকপ্টার প্রাপ্তির এই ছাড়পত্র দেয়। স্থলবাহিনীকে আপদকালীন অবস্থায় যাতে বিমানবাহিনীর ওপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য তারা অনেকদিন যাবত এ ধরনের হেলিকপ্টারের দাবি জানিয়ে আসছিল। অবশেষে তাদের সেই দাবি মেনে নেয়া হলো। আমেরিকার বোয়িং কোম্পানি এএইচ ৬৪ এ্যাপাচি হেলিকপ্টারগুলো তৈরি করবে। মার্কিন সৈন্যরা প্রায়ই বিমান হামলার সময় এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করে থাকে। এটি চার বেডের এটাকিং হেলিকপ্টার। লক্ষ্যে আঘাত হানার ক্ষেত্রে এই হেলিকপ্টারের রয়েছে নোজ মাউন্টেড সেন্সর স্যুট ও নাইট ভিশন সিস্টেম। এর গতিবেগ হবে ঘণ্টায় তিনশ’ কিলোমিটার। ভারতীয় সামরিক বাহিনীর এসব হেলিকপ্টারের প্রয়োজনীয়তা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছিল বিমানবাহিনী। -টাইমস অব ইন্ডিয়া
×