ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণ সমাধানে ভারতের অবস্থান সমর্থন

দোকলামে স্থিতাবস্থা পরিবর্তনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য নয় ॥ জাপান

প্রকাশিত: ০৬:২১, ১৯ আগস্ট ২০১৭

দোকলামে স্থিতাবস্থা পরিবর্তনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য নয় ॥ জাপান

ভারতের সিকিম-তিব্বত-ভুটান সীমান্তসংলগ্ন দোকলাম এলাকায় চীনের সঙ্গে দীর্ঘস্থায়ী সামরিক বিরোধে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছে জাপান। সেই সঙ্গে জাপান একথাও বলেছে, এই এলাকায় শক্তি প্রয়োগের মাধ্যমে বিদ্যমান স্থিতাবস্থা গ্রহণ করা ঠিক হবে না। খবর টাইমস অব ইন্ডিয়ার। দোকলাম মালভূমি অঞ্চলে সড়ক পথ নির্মাণ প্রচেষ্টার মাধ্যমে চীন ভুটান ও ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির লঙ্ঘন করায় এর বিরুদ্ধে ভারতের গৃহীত অবস্থানের প্রতি জাপানের সমর্থনই প্রকাশ পেল। দোকলাম অঞ্চল ভুটানের অংশ হলেও সেখানের সীমান্ত অঞ্চলে কোন ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তন হলে তা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুতর সমস্যা সৃষ্টি করবে। বিবদমান অঞ্চলে ভারতীয় বাহিনী চীনের সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার প্রায় দু’মাস পর জাপানী রাষ্ট্রদূত কেনজি হিরামাতসু তার এই অভিমত প্রকাশ করলেন। এর মাধ্যমে এই অঞ্চলে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছার লক্ষ্যে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি দেশটি সমর্থন জানালো। এই বিতর্কিত ভূখ-ে একতরফাভাবে কোন ধরনের পরিবর্তন সাধনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সতর্কবাণী উচ্চারণ করে চীন ও ভারতকে সরাসরি সংলাপে বসার আহ্বান জানানোর পর জাপান তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। যুক্তরাষ্ট্রের এই আহ্বানে সন্ত্রাসী দল হিজবুল মুজাহিদীন ও এর নেতা সৈয়দ সালাহউদ্দীনকে সন্ত্রাসের উৎসমূল হিসেবে বর্ণনা করে এদের দমনে ভারতীয় তৎপরতার প্রতি সমর্থন ব্যক্ত করা হয়। জাপানী রাষ্ট্রদূত হিরামাতসু বলেন, জাপান পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে কেননা এটি যে কোন সময় আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করতে পারে। তবে তার মতে ভারতের ভূমিকা দেশটির সঙ্গে ভূটানের সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তির আলোকে পরিচালিত হচ্ছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার বক্তব্যে এটি স্পষ্ট করেছেন, পারস্পরিক গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছার লক্ষ্যে ভারত কূটনৈতিকভাবে তার সংলাপ চালিয়ে যাবে। হিরামাতসু বলেন, একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছার লক্ষ্যে এ ধরনের মনোভাব খুবই গুরুত্বপূর্ণ।
×