ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

লিন্ডসে বিভার ওয়াশিংটন পোস্ট

আইফোনের দ্যুতি ছড়ানো উপাদান নিয়ে ঝামেলা

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ আগস্ট ২০১৭

আইফোনের দ্যুতি ছড়ানো উপাদান নিয়ে ঝামেলা

আইফোনের তরল দ্যুতি ছড়ানো উপাদানযুক্ত খাপ নিয়ে মহা ঝামেলা বেঁধেছে। এই তরল উপাদানটি খাপ থেকে চুইয়ে বেরিয়ে এসে ত্বকে জ্বালা জ্বালা ভাব, ফোসকা পড়া ও রাসায়নিক প্রদানের কারণ ঘটানোর অভিযোগ পাওয়ার পর হেনরী বেনডেল, টরি বার্চ ও ভিক্টোরিয়াস সিক্রেটে বিক্রি হওয়া প্রায় পৌনে তিন লাখ লিকুইড গ্লিটার আইফোন কেস প্রত্যাহার করে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন সম্প্রতি জানায় যে এ ধরনের দুই ডজন ঘটনার খবর পাওয়া গেছে। তার মধ্যে ১৯টিই ঘটেছে যুক্তরাষ্ট্রে। কমিশনের এক বিবৃতিতে বলা হয়, এক ক্রেতা তার শরীরে রাসায়নিক দহন থেকে স্থায়ী দাগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে। অপর এক ক্রেতা বলেছে যে তার শরীরে জ্বালা পোড়া হয়েছে এবং হাত-পা, মুখম-ল, ঘাড়, বুক, শরীরের উর্ধংশ ফুলে গেছে। আইফোন ৬, ৬ এস ও ৭-এর এই খাপগুলো ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত বিক্রি হয়। খাপগুলো দেখতে তুষারের গ্লোবের মতো এবং তরল অংশটির ভেতর দ্যুতিযুক্ত, উপাদান ভেসে বেড়ায়। খাপগুলোর বিক্রয়কারী প্রতিষ্ঠান মিক্সবিন ইলেকট্রনিক্স এক বিবৃতিতে বলে যে খাপগুলো ফেটে না ভেঙ্গে গিয়ে তরল পদার্থ বেরিয়ে পড়ার এবং ব্যবহারকারীর ত্বকে জ্বাল- পোড়া সৃষ্টি হওয়ার ঝুঁকি থাকে। এ্যামাজন, হেনরী বেনডেল, মিক্সবিন, নর্ডস্টম ব্যাক, টরি বার্চ ও ভিক্টোরিয়াস সিক্রেট থেকে বিক্রি হওয়া এই খাপগুলোর দাম ১৫ থেকে ৬৫ ডলার। খাপগুলো চীনের তৈরি। এ ব্যাপারে মিক্সবিন ইলেকট্রনিক্সের কাছে মন্তব্য চেয়ে অনুরোধ করে কোন সাড়া পাওয়া যায়নি।
×