ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

এসি কিনলে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

প্রকাশিত: ১৩:১৩, ২ মে ২০২৪

এসি কিনলে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে সবার আগে দেখবেন সেটি কোন সংস্থার।

তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। একটু স্বস্তি পেতে ঘরে এসি ব্যবহার করছেন। অনেকেই বাজেটের কথা চিন্তা করে পুরোনো এসি কিনার কথা ভাবছেন।

তবে পুরোনো এসি কেনার সময় আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে। পুরোনো এসি কেনার আগে কয়েকটি জিনিস দেখে নিতে হয়। সেগুলো যাচাই না করলে ঠকে যেতে পারেন। সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে সবার আগে দেখবেন সেটি কোন সংস্থার। পরিচিত ও ব্র্যান্ডেড সংস্থার এসি না হলে কেনাটা ঠিক নয়।

আরও পড়ুন : তিন ফুট লম্বা ঘোড়ার পাঁচ ফুট লেজ

১. এসি কেনার আগে বিল চেক করবেন। সেই এসি কতদিনের পুরোনো সেটা দেখে নেবেন। মেরামত করার প্রয়োজন হলে কোম্পানি থেকে সুবিধা পাবেন কি না সেটাও দেখে নেবেন।

২. এসির গ্যাস চেক করাবেন। ভবিষ্যতে গ্যাস লিক হলে সমস্যায় পড়তে পারেন। ইনভার্টার এসি কেনাটাই লাভজনক।

৩. এসির ফিল্টার স্ট্যাটাস চেক করবেন। খুব বেশি পুরনো ফিল্টার লাগানো এসি কেনা লাভজনক নয়।

৪. এসির স্টার রেটিং দেখে নেবেন। ফাইভ স্টার হলে কোনো সমস্যা নেই। নিদেনপক্ষে থ্রি স্টারের এসি হলেও ক্ষতি নেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তাসমিম

×