ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া নিজেকে নির্বাচনের অযোগ্য করে ফেলেছেন ॥ ইনু

প্রকাশিত: ০৫:০০, ১৯ আগস্ট ২০১৭

খালেদা জিয়া নিজেকে নির্বাচনের অযোগ্য করে ফেলেছেন ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বেগম জিয়া বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে না মেনে, ভুয়া জন্মদিন পালন করে জাতির পিতার প্রতি অশ্রদ্ধা ও বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে চলেছেন। ’৭১-এ পাক বাহিনী ও তাদের দালাল দ্বারা সংঘটিত ৩০ লাখ বাঙালীকে গণহত্যা আড়াল করে চলেছেন তিনি। যুদ্ধাপরাধী ও জঙ্গীদের সঙ্গে সঙ্গীত্ব রক্ষা করে চলছেন, তাতে খালেদা জিয়া নিজেই নিজেকে গণতন্ত্র, সংলাপ, নির্বাচনের অযোগ্য করে ফেলেছেন বলেও মন্তব্য করেন ১৪ দলের অন্যতম এই শরিক নেতা। শুক্রবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোট আয়োজিত সদ্যপ্রয়াত জাসদ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন বাচ্চুর শোক সভায় এ সব কথা বলেন ইনু। আমির হোসেন বাচ্চুর সংগ্রামী ও ত্যাগী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইনু বলেন, যে যেই দলই করুন না কেন, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করতে হলে সফল রাজনৈতিক কর্মীকে মুক্তিযুদ্ধসহ জনগণের সকল ঐতিহাসিক গণআন্দোলনে মীমাংসিত বিষয় মেনে নিতে হবে। যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার, ডাঃ রাকিবুল ইসলাম লিটু, জাসদের সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, সদস্য আজিজুর রহমান, এ বি এম জাকিরুল হক টিটন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহিবুর রহমান মিহির, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহসভাপতি মীর্জা মোঃ আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদুল কবির বিপুল, এ্যাডভোকেট মোঃ সেলিম, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন ও কাজী সালমা সুলতানা। ইনু বলেন, পাকিস্তানীদের পরাজিত করে, সামরিক শাসনকে পরাজিত করে জাতি যে বিষয়গুলো মীমাংসিত করেছে তা অমীমাংসিত করা যাবে না।
×