ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় পর্বে হ্যালেপ-মুগুরুজা

প্রকাশিত: ০৪:৩৬, ১৭ আগস্ট ২০১৭

তৃতীয় পর্বে হ্যালেপ-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ সিনসিনাটি ওপেনের তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ, গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা এবং স্পেনের গারবিন মুগুরুজা। মঙ্গলবার উইম্বলডনের চ্যাম্পিয়ন মুগুরুজা ৬-২ এবং ৬-০ গেমে পরাজিত করেছেন ব্রাজিলের বিয়াত্রিজ হাদ্দেদ মাইয়াকে। জোহানা কন্টা এদিন ৬-৩ এবং ৬-৩ গেমে হারান হল্যান্ডের কিকি বার্টেন্সকে। দিনের অন্য ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিমোনা হ্যালেপ ৬-৪ এবং ৬-১ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেইলর টাউনসেন্ডকে। বর্তমান টেনিস বিশ্বের অন্যতম সেরা তারকা সিমোনা হ্যালেপ। সিনসিনাটি ওপেনেও শুরুটা করেছেন দারুণভাবে। দ্বিতীয় পর্বের ম্যাচে তিনি খুব সহজেই হারান টেইলর টাউনসেন্ডকে। তার সামনে এখন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার সুযোগ। চলমান এই টুর্নামেন্টে ভাল করতে পারলেই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করে নিবেন তিনি। এদিকে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাও এখন দুর্দান্ত ফর্মে। গত মাসে উইম্বলডনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে এই স্প্যানিয়ার্ড পরাজিত করেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি ভেনাস উইলিয়ামসকে। এবার মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনে চোখ তার। সেক্ষেত্রে সিনসিনাটি ওপেনে সেরাটা ঢেলে দেয়াই তার মূল লক্ষ্য। তাই দারুণ জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকেট কেটে সন্তুষ্ট মুগুরুজা। এ বিষয়ে ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিতে পেরে আমি খুবই আনন্দিত।’ এদিকে সিনসিনাটি ওপেনের প্রথম রাউন্ডে জয়ের স্বাদ পেয়েছেন ডোমিনিকিা সিবুলকোভা, ভেনাস উইলিয়ামস, এলিনা ভেসনিনা এবং একাটেরিনা মাকারোভার মতো তারকারা। সাতটি গ্র্যান্ডসøমের মালিক ভেনাস উইলিয়ামস চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনেরও ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু দুটি টুর্নামেন্টেরই ফাইনালে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তার। তবে হাল না ছাড়া ভেনাস এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। সিনসিনাটি ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে তিনি ৬-২ এবং ৬-০ গেমে পরাজিত করেন যুক্তরাষ্ট্রের এ্যালিসন রিস্ককে।
×