ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী অভিযান

ফিলিপিন্সে একদিনে নিহত ৩২

প্রকাশিত: ০৩:১৩, ১৭ আগস্ট ২০১৭

ফিলিপিন্সে একদিনে নিহত ৩২

ফিলিপিন্সে মাদকবিরোধী অভিযানে একদিনে ৩২ জনকে হত্যা করেছে পুলিশ। একে দেশটির মাদকবিরোধী যুদ্ধে একদিনে সবচেয়ে বেশি লোকের মৃত্যুর ঘটনা বলে মনে করা হচ্ছে। বিবিসি। মঙ্গলবার রাজধানী ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশে ২৪ ঘণ্টা ধরে এই অভিযান চলে বলে বিবিসি জানায়। পুলিশের দাবি, নিহতরা প্রত্যেকেই সন্দেহভাজন মাদক অপরাধী, ঘটনার সময় তারা সশস্ত্র ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বাধা দিয়েছিল। ২০১৬ সালে প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের শুরু করা বিতর্কিত মাদকবিরোধী যুদ্ধে এ পর্যন্ত হাজারের মতো লোক নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মাদক ব্যবসা নির্মূলে পরিচালিত এই অভিযানে নিহতের সংখ্যা নিয়ে বিশ্বজুড়েও তীব্র সমালোচনা আছে। দুতার্তের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদন দেয়ারও অভিযোগ উঠেছে। আগের দিন মধ্যরাত থেকে শুরু করে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বুলাকানজুড়ে চলা অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী শতাধিক ব্যক্তিকে গ্রেফতার এবং অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার করে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
×