ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট স্পষ্টত পক্ষই নিলেন ॥ সিনেটর চাক শুমার

ভার্জিনিয়ায় সহিংসতা ॥ ফের দু’পক্ষকেই দুষলেন ট্রাম্প

প্রকাশিত: ০৩:১২, ১৭ আগস্ট ২০১৭

ভার্জিনিয়ায় সহিংসতা ॥ ফের  দু’পক্ষকেই দুষলেন ট্রাম্প

ভার্জিনিয়ার শার্লোটসভিলে শ্বেত জাতীয়তাবাদীদের সমাবেশকে ঘিরে সহিংসতার জন্য ফের উভয়পক্ষকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প। সিএনএন, বিবিসি। মঙ্গলবার এক বক্তব্যে ওই সহিংসতার জন্য ডান ও বাম চরমপন্থীদের দায়ী করেছেন ট্রাম্প। কিন্তু এর আগেরদিন সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ঘটনার জন্য শ্বেতাঙ্গ বর্ণবাদীদের দায়ী করেছিলেন তিনি। রাগান্বিত এবং বিরক্ত ট্রাম্প এদিন জানালেন, দোষ উভয়পক্ষই করেছে। বললেন, তার প্রাথমিক প্রতিক্রিয়াও ছিল তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে দেয়া। এদের মধ্যে একপক্ষে ছিল খারাপদের একটি দল, আবার অন্যপক্ষে যারা ছিল তারাও ছিল খুবই সহিংস। কেউই এটি বলতে চাইবে না, আমি বললাম, ডান-বাম উভয় অংশের উগ্রপন্থীদের উদ্দেশ করে এমনটাই বলেন ট্রাম্প। সবাই নব্য নাৎসিবাদী ছিল না, বিশ্বাস করুন। সবাই সেখানে শ্বেত শ্রেষ্ঠত্ববাদী ছিলেন তেমনটাও নয়; অপরপক্ষে যারা ছিল আপনারা তাদের বাম ডাকতে পারেন, তারাও সহিংস হয়ে অন্যদের ওপর হামলা চালিয়েছিল। আপনারা যা খুশি তাই বলতে পারেন, কিন্তু এমনটাই ঘটেছিল। শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লোটসভিলে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে ওই সহিংসতার সময় ডানপন্থীবিরোধী প্রতিবাদকারীদের ভিড়ে একটি চলন্ত গাড়ি উঠিয়ে দেয়া হলে এক নারী নিহত এবং অন্তত ১৯ জন আহত হন। এ ঘটনায় সন্দেহভাজন ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা ২০ বছর বয়সী জেমস ফিল্ডকে দায়ী করে পুলিশ। যাকে নাৎসিদের প্রতি সহানুভূতিশীল বলে ধারণা করা হচ্ছে। একই সময় সংঘর্ষ থামাতে যাওয়া পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে ভেতরে থাকা দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। শার্লোটসভিলে সহিংসতা নিয়ে ট্রাম্পের এই সুর বদল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বর্ণবাদকে উসকে দেবে এবং জাতীয় সঙ্কটে ট্রাম্পের নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনার পর ট্রাম্পের দেয়া প্রাথমিক প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছিল ডেমোক্রেট এবং রিপাবলিকানরা। চাপের মুখে সোমবার সহিংসতার জন্য কু ক্লাস ক্ল্যান, নব্য নাৎসি ও শ্বেত শ্রেষ্ঠত্ববাদীদের দায়ী করে বক্তব্য দিয়েছিলেন তিনি, কিন্তু একদিন পরই আগের অবস্থানে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল এই প্রেসিডেন্ট। সমালোচকরা বলছেন, ট্রাম্পের মন্তব্য তার সঙ্গে উগ্র ডানপন্থীদের ঘনিষ্ঠতারই ইঙ্গিত দেয়। যে কারণে সমর্থকদের হতাশ করেননি তিনি। ডানপন্থী উগ্রবাদী সংগঠন কু ক্লুক্স ক্ল্যানের সাবেক নেতা ডেভিড ডিউক তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যকে স্বাগত জানান। শার্লোটসভিলে নিয়ে সাহসের সঙ্গে সত্য বলায় এবং বামপন্থী সন্ত্রাসীদের নিন্দা জানানোর সততার জন্য আপনাকে ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প, টুইটারে দেয়া প্রতিক্রিয়ায় ব্ল্যাক লাইভস ম্যাটার (বিএলএম) এবং ফ্যাসিস্ট-বিরোধীদের উল্লেখ করে বলেন ডিউক। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্পের দেয়া সবর্শেষ মন্তব্যে এটাই প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শ্বেত-জাতীয়তাবাদী এবং তাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের নৈতিকভাবে সমান পাল্লায় মাপেন।
×