ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ড. কামাল হোসেন সত্যিকারের কাপুরুষ ॥ মতিয়া

প্রকাশিত: ০৭:৩০, ১৫ আগস্ট ২০১৭

ড. কামাল হোসেন সত্যিকারের কাপুরুষ ॥ মতিয়া

বিশেষ প্রতিনিধি ॥ পনেরো আগস্টের পর সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। একইসঙ্গে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নামোল্লেখ না করে তাকে ‘স্বেচ্ছাচারী’ বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার দুপুরে খাদ্য ভবনে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় ড. কামাল হোসেন ও প্রধান বিচারপতি এসকে সিনহা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। ড. কামাল হোসেন সত্যিকারের একজন ‘কাপুরুষ’ উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, তিনি (ড. কামাল) কথায় কথায় আইনের শাসনের কথা বলেন, কিন্তু যখন ১৫ আগস্টের খুনীদের দায়মুক্তি দেয়া হলো তখন কোথায় ছিল তার আইনের শাসন? স্মৃতিচারণ করে মতিয়া চৌধুরী বলেন, ১৫ আগস্টের পরদিন ১৬ আগস্ট ড. কামাল হোসেনকে শেখ রেহানা যখন বলল, ‘চাচা একটা আবেদন জানান বিশ্ববাসীর প্রতি যেন মোস্তাক সরকারকে সমর্থন না দেয়া হয়’। তিনি (ড. কামাল) রেহানার হাত ছাড়িয়ে দিয়ে চলে যেতে উদ্যত হলে তখন রেহেনা গিয়ে বলল, ‘আপনি কথা দেন মোস্তাকের মন্ত্রী হবেন না’। যখন ওসমানীকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করা হলো এই কামাল হোসেন ধমক খেয়ে ইলেকশনের আগের দিন পল্টন থেকে লেজ গুটিয়ে চলে গেলেন। আর উনারা আজ আসেন লম্বা লম্বা কথা বলতে। মনে রাখবেন ড. কামাল হোসেন- এই দেশ বীরবন্দনার দেশ, আপনাদের মতো কাপুরুষেরা ষড়যন্ত্র করে এদেশে বেশি দূর এগোতে পারবেন না। খাদ্য সচিব কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান প্রমুখ।
×