ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তদন্ত প্রতিবেদন পেশ

অক্সিজেন সরবরাহে দুর্নীতির ভারতে শিশুমৃত্যুর কারণ

প্রকাশিত: ০৩:১৩, ১৫ আগস্ট ২০১৭

অক্সিজেন সরবরাহে দুর্নীতির ভারতে শিশুমৃত্যুর কারণ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গোরক্ষপুর শহরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে সোমবার। এতে বেরিয়ে এসেছে ঘটনার মূল কারণ। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব চন্দ্রকান্ত মিশ্র ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে তদন্ত রিপোর্ট পেশ করেছেন। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডাকেও সেই রিপোর্টটির অনুলিপি দেয়া হয়েছে। আট পৃষ্ঠার ওই রিপোর্টে বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার সরবরাহ নিয়ে একটি দুষ্টচক্র কাজ করার ইঙ্গিত রয়েছে। স্বাস্থ্য সচিবের রিপোর্টে বলা হয়েছে, গোরক্ষপুর এলাকায় বহুবছর ধরে এনসেফ্যালাইটিসের প্রকোপ রয়েছে। প্রতি বছর বিশেষ করে আগস্ট মাসে ওই এলাকায় এনসেফ্যালাইটিসে শিশুমৃত্যু হয়ে থাকে। কিন্তু এবার হাসপাতালে অক্সিজেনের কোন অভাবই ছিল না এই দাবি একেবারেই ঠিক নয়। বলা হয়েছে, পুষ্পা সেলস নামে হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী সংস্থাটির মালিক মণীশ ভা-ারীর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বিবাদ চলছিল বকেয়া বিল নিয়ে। পুষ্পা সেলসের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের বকেয়া ছিল ৬৩ লাখ রুপী। গত কয়েক মাস ধরে সেটা তারা পরিশোধ করেনি। এরই প্রেক্ষিতে সংস্থাটি হুমকি দেয় যে বকেয়া পরিশোধ না করলে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে না। ৮ আগস্ট সেখানকার স্টোরে ৩৫০টি সিলিন্ডার থাকার কথা। কিন্তু ছিল মাত্র ৫২টি। ১০ আগস্ট সব ক’টি সিলিন্ডারই খালি হয়ে যায়।
×