ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ও নাৎসিদের এখানে স্থান নেই, আপনারা ঘৃণিত ॥ ভার্জিনিয়ার গবর্নর

উগ্রদের দায়ী করলেন না ট্রাম্প

প্রকাশিত: ০৬:১২, ১৪ আগস্ট ২০১৭

উগ্রদের দায়ী করলেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আর বর্ণবাদবিরোধীদের সহিংসতার নিন্দা করলেও তিনি এর জন্য শ্বেতাঙ্গ উগ্রবাদীদের দায়ী করেননি। তিনি বলেছেন এ হামলার সঙ্গে অনেকগুলো পক্ষ জড়িত। এ ঘটনার পর শনিবার ওই অঙ্গরাজ্যে জরুরী অবস্থা জারি করা হয়েছে। শার্লোটসভিল শহরে শ্বেতাঙ্গ উগ্র জাতীয়তাবাদী আর বর্ণবাদবিরোধীদের মধ্যে ব্যাপক সহিসংতার ঘটনায় তিনজন নিহত এবং বহু লোক আহত হয়েছে। নিউইয়র্ক টাইমস, সিএনএন ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান। শার্লোটসভিল শহরে শুক্রবার কনফেডারেট পতাকা, বর্ম আর হেলমেট পরে মিছিল বের করে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা। বর্ণবাদবিরোধী সংগঠনগুলোও এ সময় আলাদা মিছিল বের করলে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শহরে অনেক রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে। বিরোধী কর্মীদের সমাবেশের ওপর চলন্ত গাড়ি তুলে দেয়া হলে ৩২ বছর বয়সী একজন নারী নিহত ও ৩৪ জন আহত হয়। এদের মধ্যে ১৯ জন সরাসরি গাড়ির আঘাতে আহত হয়েছেন, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া মেডিক্যাল সেন্টারের মুখপাত্র এ তথ্য দিয়েছেন। এ সময় দুই পক্ষই একে অপরের ওপর বোতল ও পাথর ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বর্ণবাদী সহিংসতার পর ভার্জিনিয়ার গবর্নর অঙ্গরাজ্যটিতে জরুরী অবস্থা জারি করেন। পরিস্থিতি সামলাতে অনেককে গ্রেফতার করা হয়েছে। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট গবর্নর টেরি ম্যাকুলিফ শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বাড়ি চলে যেতে বলেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আজ শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী (হোয়াইট সুপারম্যাসিস্ট) ও নাৎসি যারা শার্লোটেসভিলেতে এসেছেন, সবার জন্য আমার সহজ-সরল বার্তা হলো বাড়ি চলে যান। এখানে আপনাদের স্থান নেই। আপনাদের প্রতি রইল ঘৃণা। সুনির্দিষ্টভাবে কট্টর ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের সমালোচনা না করায় সমালোচিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সির গলফ মাঠে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, শার্লোটেসভিলেতে ‘অনেক পক্ষ’ জড়িত। আপনি কি শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের দায়ী করছেন না? সাংবাদিকের এমন প্রশ্নের কোন উত্তর দেননি ট্রাম্প। ট্রাম্প এমন এক ব্যক্তি যিনি ইতোপূর্বে তার রাজনৈতিক প্রতিপক্ষ হিলারি ক্লিনটন, জন ম্যাককেইন, ফেডারেল জাজগণ ও এমনকি নিজ দলের সহযোগী ও সাংবাদিকদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি শুধু বলেছেন, বিদ্বেষ, ঘৃণা ও বর্ণবাদী অহমিকা এদেশে অনেক দিন ধরে চলে এসেছে। এটি কেবল ডোনাল্ড ট্রাম্প বা বারাক ওবামার সময়ের বিষয় নয়। ট্রাম্প টুইটারে বলেন, আমাদের সবার ঐক্যবদ্ধভাবে বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। আমেরিকায় এ রকম সহিংসতার কোন জায়গা নেই। ট্রাম্পের এই বক্তব্যের পর উটাহ থেকে নির্বাচিত সিনেটের সবচেয়ে সিনিয়র সদস্য সিনের ওরিন হ্যাটচ বলেন, আমাদের উচিত মন্দকে তার আসল নামে ডাকা। নাৎসি ধ্যান ধারণা এখানে অবাধে প্রসার লাভ করবে এই উদ্দেশ্যে আমার ভাই হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেননি। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় অপর মনোনয়ন প্রত্যাশী সিনেটর মার্কো রুবিও অবশ্য শুক্রবারের হামলাকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সন্ত্রাসী কাজ বলে সমালোচনা করেছেন। কলোরাডো থেকে নির্বাচিত সিনেটর করি গার্ডনার বলেন, প্রেসিডেন্ট, মন্দকে তার নিজ নামেই ডাকা উচিত। এরা হলো হোয়াইট সুপারম্যাসিস্ট এবং তারা যা করেছে তা হলো অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গৃহযুদ্ধের সময়কার জেনারেল রবার্টই লির একটি ভাস্কর্য সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত হয়। দাসপ্রথা উচ্ছেদকে কেন্দ্র করে ১৮৬১ থেকে ৬৫ সাল দেশটিতে গৃহযুদ্ধ হয়। ওই সময় জেনারেল লি দাস প্রথার পক্ষে লড়াইকারী কনফেডারেট বাহিনীর নেতৃত্ব দেন। শার্লোটসভিল একটি উদারপন্থী শহর হিসাবেই পরিচিত। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে এই শহরের ৮৬ শতাংশ ভোট পেয়েছিলেন হিলারি ক্লিনটন। কাউন্সিল কর্তৃপক্ষ জেনারেল লির ভাস্কর্য সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়ার পর, শহরটি শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের আক্রমণের টার্গেট হয়ে ওঠে।
×