ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সুযোগ পেলে সামর্থ্যরে পুরোটা দিতে চাই’

প্রকাশিত: ০৫:৫০, ১৪ আগস্ট ২০১৭

সুযোগ পেলে সামর্থ্যরে পুরোটা দিতে চাই’

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছেন পেসার শফিউল ইসলাম। প্রথম ইনিংসেই ৫ উইকেট শিকার করে নিজের কাজটি করে রেখেছেন। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে থাকার সুযোগের অপেক্ষায় আছেন। বলেও রেখেছেন, ‘সুযোগ পেলে সামর্থ্যরে পুরোটা দিতে পারব।’ শক্তভাবে দলে ফিরতেও চান শফিউল। রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবার অনুশীলন শুরু হওয়ার দিনে এমন কথা বলেছেন শফিউল। প্রস্তুতি ম্যাচে শফিউল ছাড়া পেসাররা তেমন ভাল করতে পারেননি। এমনকি বোলিংও খুব ভাল হয়নি বোলারদের। তাই বোলারদের নিয়ে আলাদাভাবে কাজ করতে হয়েছে। ব্যাটসম্যানদের নিয়েও আলাদাভাবে অনুশীলন হয়েছে। দুপুরে শুরু হয়ে বিকেল পর্যন্ত অনুশীলন চলেছে। শফিউল জানান, ‘অনুশীলন ম্যাচে পেসাররা তাদের সর্বোচ্চটা দিতে পারেনি বলেই আজকে (রবিবার) আবার আলাদাভাবে ক্লাস হয়েছে।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের দেশে টেস্টে স্পিনাররাই বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই তুলনায় আমরা পেসাররা সেভাবে ব্রেক থ্রু এনে দিতে পারি না। আমাদের পেসারদের অবশ্যই ওই জায়গাটায় উন্নতি করার বিষয় রয়েছে। শুরু থেকেই পেসারদের আক্রমণাত্মক হতে হবে। আমাদের জোরে বল করার মতো বোলার আছে। আমাদের বোলারদের মধ্যে ভেরিয়েশন রয়েছে। আমরা যদি জায়গা মতো বোলিং করতে পারি তাহলে আমাদের পেসারদের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেয়ার সুযোগ তৈরি হবে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে যারাই সুযোগ পাবেন সর্বোচ্চ দিয়ে খেললে ভালকিছুই আশা করা যায় বলেই জানান শফিউল, ‘আমার বিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে যারাই সুযোগ পাবে তারা যদি তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারে তাহলে ভাল কিছুই করতে পারবে।’ এই সময় নিজের সম্পর্কে শফিউল বলেন, ‘আসলে আমি আমার কাজ করে যাচ্ছি। অনুশীলনে নেটে, প্রস্তুতি ম্যাচে সব জায়গাতেই আমি আমার কাজটা ঠিকমতো করে যাচ্ছি। জাতীয় দলে থাকব কিনা বিষয়গুলো তো আমার হাতে নেই। এটা ম্যানেজমেন্ট ভাল বলতে পারবে। তারা যাকে ভাল মনে করবে তাকে খেলাবে। আমি শুধু চেষ্টা করে যেতে পারি। আমিও ইনজুরির বিষয়টি নিয়ে অনেক উদ্বিগ্ন। যখনই আমি দলে ব্যাক করছি একটা না একটা ইনজুরিতে পড়েই যাচ্ছি। আসলে এখানে আমার কিছুই করার নেই। চেষ্টা করছি যাতে ইনজুরি থেকে দূরে থাকতে। কিন্তু পারছি না। এই মুহূর্তে আমি সম্পূর্ণ ফিট, আশাকরি এবার সুযোগ পেলে সামর্থ্যরে পুরোটা দিতে পারব।’ চট্টগ্রামে প্রস্তুতি ভালই হয়েছে বলেও জানান শফিউল, ‘বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচটিতে একটু এদিক ওদিক হয়েছে। দুইদলই এক ইনিংস করে ব্যাটিং করার সুযোগ পেয়েছি। শেষদিকে এক ওভারও খেলা হয়নি। সবমিলিয়ে আমার মনে হয় ভালই হয়েছে। শেষদিনটা খেলতে পারলে আরও ভাল হতো।’ উইকেট যেমনই হোক, পেসারদেই দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন শফিউল, ‘উইকেট যেমনই হোক পেসারদের দায়িত্ব নিয়েই খেলতে হবে। যদি স্পিন সহায়ক হয় তাহলে চেষ্টা করতে হবে স্পিনারদের সাহায্য করে। নতুন বলে ব্রেক থ্রু এনে দিতে পারলে স্পিনারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আর যদি পেস সহায়ক উইকেট হয় তাহলে পেসারদের দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে। যে উইকেটই হোক পেস বোলারদের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। আমাদের পেস বোলিং বিভাগটা অনেক শক্তিশালী। যেই খেলুক তাদের সামর্থ্য রয়েছে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার।’ অসি ব্যাটসম্যান স্মিথ, ওয়ার্নারদের বিপক্ষে পেসাররা লড়াই করতে প্রস্তুত বলেও জানান শফিউল, ‘পকিল্পনা তো অবশ্যই থাকে। ভাল বল যে কোন ব্যাটসম্যানের জন্যই ভাল বল। স্মিথ কিংবা ওয়ার্নারসহ যারাই আছে, তাদের বিপক্ষে আমাদের পেসাররা লড়াই করতে প্রস্তুত।’ সঙ্গে যোগ করেন, ‘সবসময়ই ভাল করার ইচ্ছে নিয়ে মাঠে নামি। এবার সুযোগ পেলে অবশ্যই লক্ষ্য থাকবে দলে নিয়মিত হওয়া। দলে আমাকে যেজন্য নেবে সেই প্রত্যাশাটা পূরণ করতে চাই। সবচেয়ে বড় কথা শক্তভাবে দলে ফিরতে চাই।’
×