ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আবাহনীর টানা চতুর্থ জয়

প্রকাশিত: ০৫:০৫, ১৩ আগস্ট ২০১৭

চট্টগ্রাম আবাহনীর টানা চতুর্থ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ শীর্ষস্থান ধরে রাখার মতো কঠিন কাজটা বেশ ভালভাবেই করে যাচ্ছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শনিবারের খেলায় তারা ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র এই ম্যাচের (মাঠ ছিল বৃষ্টির কারণে কাদায় মাখামাখি) প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল। এ নিয়ে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এক নম্বর স্থানটি ধরে রেখেছে বন্দরনগরীর দলটি। তাদের পয়েন্ট ১২। পক্ষান্তরে সমান ম্যাচে এটা রাসেলের দ্বিতীয় হার। ৪ পয়েন্ট নিয়ে আগের সপ্তম স্থানেই (১২ দলের মধ্যে) তারা। এ জয়ের পর দলকে পাঁচ লাখ টাকা বোনাস দেয়ার ঘোষণা দেয় চট্টগ্রামের দলটির কর্তৃপক্ষ। ম্যাচের ১১ মিনিটে জাহিদের কর্নার থেকে হেডে গোল করে আবাহনীকে এগিয়ে দেন নাইজিরিয়ান ফরোয়ার্ড আফেজ ওলাদিপো (১-০)। ৫২ মিনিটে চট্টগ্রাম আবাহনীর নাইজিরিয়ান ডিফেন্ডার উদুকা এলিসনের হেডের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রাসেল (১-১)। আরও গোলের সন্ধানে চাপ সৃষ্টি করে শেখ রাসেল। চট্টগ্রাম আবাহনীকে কোণঠাসা করে ফেলে তারা। ৬৩ মিনিটে বল নিয়ে একক প্রচেষ্টায় রাসেলের বক্সে ঢুকে পড়েন ওলাদিপো। কিন্তু বক্সে ঢুকে ভারসাম্য হারিয়ে ফিনিশিং দিতে পারেননি। দৌড়ে এসে সামনে এগিয়ে বল নিজ আয়ত্তে নিয়ে নেন রাসেলের গোলরক্ষক জিয়াউর রহমান। ফলে দ্বিতীয় গোল আদায় করে নেয়ার সুযোগ হাতছাড়া হয় বন্দরনগরীর দলটির। ৭২ মিনিটে রাসেলের ডি-বক্সের ভেতরে ক্রসে দারুণ এক হেডে গোল করেন আবারও সেই ওলাদিপো (২-১)। ৮১ মিনিটে চট্টগ্রাম আবাহনীর সুশান্ত ত্রিপুরার বাড়ানো থ্রু পাস ধরে তৌহিদুল আলম সবুজ বক্সে ঢুকে গোলরক্ষক জিয়াউর রহমানকে পেছনে ফেলে ফাঁকা পোস্টে বল ঠেলে দিয়ে সতীর্থদের সঙ্গে উৎসবে মাতেন (৩-১)। এ নিয়ে টানা চার ম্যাচে চার গোল করলেন সবুজ। এবারের লীগে চট্টগ্রাম আবাহনী নিজেদের প্রথম ম্যাচে ফরাশগঞ্জকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করে। দ্বিতীয় ম্যাচেও হারায় মোহামেডানকে ১-০ গোলে। তৃতীয় ম্যাচেও টিম বিজেএমসিকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে। পক্ষান্তরে রাসেল নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদকে। কিন্তু এই শুভসূচনা থমকে যায় দ্বিতীয় ম্যাচেই, ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করে। তৃতীয় ম্যাচে তো হেরেই বসে শেখ জামালের কাছে ১-২ গোলে। গত লীগে প্রথম মোকাবেলায় চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছিল শেখ রাসেলকে। ফিরতি সাক্ষাতে অবশ্য দুইদলের খেলার স্কোরলাইন ছিল ০-০।
×